Co operative Election: এগরা নিয়ে ক্ষোভের মাঝেই ফের পূর্ব মেদিনীপুর সমবায় নির্বাচনে তৃণমূলের জয় – tmc win purba medinipore tamluk milan nagar co operative election


পঞ্চায়েত ভোট আসন্ন। ঠিক তার আগেই রাজ্যে কুড়মি বিক্ষোভ থেকে নিয়োগ দুর্নীতি, এগরা থেকে বজবজ বেআইনি বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ। একাধিক ইস্যু নিয়ে ক্ষোভ সামলাতে নাজেহাল শাসক দল। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকূল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে জনসাধারণের একাংশের মনে সাময়িক ক্ষোভের সৃষ্টি হলেও সমবায় নির্বাচনে তাঁর কোনও প্রভাব পড়ল না। এগরার ঘটনার ১১ দিনের মাথায় সমবায় নির্বাচনে শাসক দলের জয়জয়কার।পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ও সিপিএমকে পিছনে ফেলে ফের জয়লাভ করল তৃণমূল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদল তৃণমূলে পরাস্ত করতে সিপিএম বিজেপি অলিখিত জোট করে লড়াই করলেও তৃণমূলকে হারাতে সক্ষম হচ্ছে না। কয়েকটি সমবায় দখল করতে পারলেও অধিকাংশ সমবায়ে শাসকদল তৃণমূল জয়লাভ করে।

Left Congress Alliance : পঞ্চায়েতের আগে নদিয়ায় সমবায় নির্বাচনে ভরাডুবি তৃণমূলের, শাসকদলকে টেক্কা দিয়ে জয় বাম-কং জোটের

রবিবার তমলুকের মিলননগর সমবায়ের নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয় শাসকদল তৃণমূল। অন্যদিকে, মুখ থুবড়ে পড়েছে বাম ও গেরুয়া শিবির। সমবায়ের মোট ১৭ টি আসনের মধ্যে ১৩ টিই তৃণমূলের দখলে,তিনটি সিপিএম ও একটি বিজেপি পায়। এককভাবে তৃণমূল ফের সমবায় তাদের দখলে রাখল৷

Mamata Banerjee : আজ এগরায় মুখ্যমন্ত্রী, বিস্ফোরণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মমতার

ফলাফল ঘোষণার পর সবুজ আবির উড়িয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠে তৃণমূল সমর্থকেরা। এই জয় মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। সাময়িক কিছু ইস্যুতে ক্ষোভের সৃষ্ট হলেও রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখছেন সকলে, এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব।

Sonali Guha Latest News : ‘অভিষেকের নির্দেশেই ২০১৮ পঞ্চায়েতে অবাধ ছাপ্পা-সন্ত্রাস’, বোমা ফাটালেন সোনালি

উল্লেখ্য, তবে সম্প্রতি নদিয়া জেলায় সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পায় বামফ্রন্ট। নদিয়ার তেহট্টের সমবায় সমিতিতে নিরঙ্কুশভাবে জিতে নেয় বামেরা। গত ৯ মে পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় বিপুল জয় পেয়েছে CPIM সমর্থিত প্রার্থীরা। তাঁরা জিতেছেন ৪৯টি আসনে। আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছে মাত্র ২০টি আসন। এই সমবায়ে ভোটার সংখ্যা ১,৭৩৪ জন। এই পরাজয়ের পর শাসক দল দাবি করে, বাম আমল থেকে কায়দা করে সমবায় সমিতিগুলি দখল করেছে রেখেছে CPIM।

Cooperative Elections : সমবায় ভোটেও ভীষণ উত্তেজনা, পুলিশের লাঠি!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *