রবিবার তমলুকের মিলননগর সমবায়ের নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয় শাসকদল তৃণমূল। অন্যদিকে, মুখ থুবড়ে পড়েছে বাম ও গেরুয়া শিবির। সমবায়ের মোট ১৭ টি আসনের মধ্যে ১৩ টিই তৃণমূলের দখলে,তিনটি সিপিএম ও একটি বিজেপি পায়। এককভাবে তৃণমূল ফের সমবায় তাদের দখলে রাখল৷
ফলাফল ঘোষণার পর সবুজ আবির উড়িয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠে তৃণমূল সমর্থকেরা। এই জয় মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। সাময়িক কিছু ইস্যুতে ক্ষোভের সৃষ্ট হলেও রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখছেন সকলে, এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, তবে সম্প্রতি নদিয়া জেলায় সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পায় বামফ্রন্ট। নদিয়ার তেহট্টের সমবায় সমিতিতে নিরঙ্কুশভাবে জিতে নেয় বামেরা। গত ৯ মে পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় বিপুল জয় পেয়েছে CPIM সমর্থিত প্রার্থীরা। তাঁরা জিতেছেন ৪৯টি আসনে। আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছে মাত্র ২০টি আসন। এই সমবায়ে ভোটার সংখ্যা ১,৭৩৪ জন। এই পরাজয়ের পর শাসক দল দাবি করে, বাম আমল থেকে কায়দা করে সমবায় সমিতিগুলি দখল করেছে রেখেছে CPIM।