Crime Against Woman: বিয়ের বছর দুইয়ের মাথায় বধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে – unnatural death of purulia woman family complains against in laws


বিয়ের দু বছরের মাথায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। সেই ঘটনায় শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ বধূর বাড়ির। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানা এলাকায়। শনিবার থানায় খুনের অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা। মৃত বধূর নাম লক্ষ্মী দাস।Trending News In West Bengal: বিয়ের পরই ছিনতাই নতুন বউ, অভিযোগ খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ!

ওই বধূর বাবা পাড়া থানার ভাগাবাঁধের বাসিন্দা গণেশ দাস জানিয়েছেন, বছর দুয়েক আগে দু লাখ টাকা পণ ও আসবাবপত্র দিয়ে তার মেয়ে লক্ষ্মী দাসের সঙ্গে পুরুলিয়া মফস্বল থানার রাজু দাসের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তার মেয়েকে মোটর বাইক কেনার জন্য চাপ দিচ্ছিল তার স্বামী বলে এদিন জানিয়েছেন তিনি। তিনি এও বলেন , জামাইয়ের দাবি মতো মোটর বাইক কেনার টাকা যোগাড় করার জন্য তিনি দিল্লিতে কাজে গিয়েছিলেন কিন্তু, তার আগেই সব শেষ হয়ে গেল।

Jhargram Murder Case : পুত্রের বদলে কন্যা সন্তানের জন্ম দেওয়া ‘অপরাধ’! ঝাড়গ্রামে বধূকে খুনের অভিযোগ পরিবারের

এদিন মৃতার বাবা আরও দাবি করেন যে, গত বুধবার সকালে তার জামাই তাকে ফোন করে জানান যে তার মেয়ে গুরুতর অসুস্থ রয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন। এদিন গণেশ দাস বলেন , ” আমি দিল্লিতে ছিলাম তাই যেতে পারিনি কিন্তু আমার পরিবারের সদস্যরা পুরুলিয়া মেডিক্যাল কলেজে গিয়ে জানতে পারেন আমার মেয়েকে রাঁচি নিয়ে যাওয়া হয়েছে। পরের দিন রাঁচিতে আমার মেয়ের মৃত্যু হয়। কিন্তু আমার জলজ্যান্ত মেয়েটা এক সপ্তাহ আগেই বাপের বাড়ি থেকে ওখানে গিয়েছিল কিন্তু কিভাবে আমার মেয়ের মৃত্যু হল সেটা আমি জানতে চাই এবং আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি চাই। “

Nadia News : বিচ্ছেদের পরেও জোরপূর্বক প্রাক্তন স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! অমতে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ

বধূর বাবার দাবি, মৃতা লক্ষ্মী দাসের শরীরে আঘাতের চিহ্ন ছিল। লক্ষ্মীর শ্বশুরবাড়ির লোকজনদের কথাতেও অসঙ্গতি ছিল বলে দাবি মৃতার বাবার। তিনি জানান, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন কখনও বলছিল যে বধূ বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে আবার কখনও বলছিল সে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছিল। মৃতার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *