Hooghly CPIM news : রাজ্য জুড়ে ১ কোটি সই সংগ্রহ, দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সুপ্রিম কোর্টে পাঠাবে সিপিএম – cpim west bengal collecting signature of people against corruption in hooghly


রাজ্য জুড়ে ১ কোটি স্বাক্ষর জোগাড় করছে সিপিএম। দুর্নীতির বিরুদ্ধে এক কোটি সই সংগ্রহ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে বামেরা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে এই স্বাক্ষর গ্রহণ কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার হুগলি জেলাতেও এই কর্মসূচি আয়োজন করা হল।

Suvendu Adhikari : ‘প্রমাণ দিতে হবে…’, শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি অসিত মজুমদারের
সামনেই পঞ্চায়েত নির্বাচন। যদিও নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। কিন্তু সবাই জানে পঞ্চায়েত নির্বাচন হতে আর দেরি নেই। এই পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছে বাম দলগুলি। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন হুগলির বলাগড়ের দাপুটে তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়।

WB Uccha Madhyamik Result 2023 Hooghly : মেধা তালিকায় একসঙ্গে ১৮ জন, উচ্চ মাধ্যমিকে ছক্কা হাঁকাল হুগলি
আর এই নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে বামেরা। শুধু নিয়োগ দুর্নীতি নয় ১০০ দিনের কাজ, জব কার্ডের দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে চলছে তাদের সই সংগ্রহ অভিযান । রবিবার হুগলির পাণ্ডুয়ায় ইলছোবা গ্রামে সিপিআইএমের জেলা সম্পাদকের উপস্থিতিতে চলে সই সংগ্রহ।
ন্যায় বিচার ও দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গণস্বাক্ষর করে পাঠাবেন তাঁরা। স্থানীয় বাসিন্দা পূর্ণিমা দাস, সবিতা দাসরা জানান, পড়াশোনা শিখে শিক্ষিত বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না। ৫০০ টাকা দিয়ে কি সংসার চলে?

WB Uccha Madhyamik Result 2023 : ভাই-বোন একসঙ্গে মেধা তালিকায়, আনন্দে আত্মহারা আরামবাগের কুণ্ডু পরিবার
সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমরা ১ কোটি গণস্বাক্ষর অভিযান করছি। দুর্নীতিগ্রস্তদের শাস্তি এবং বিচার ব্যবস্থার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সই সংগ্রহ করে পাঠানো হবে। দলে দলে মানুষ এসে সেই সংগ্রহ করছেন।”
সিপিএমের বক্তব্য, তৃণমূল বিজেপি বোঝাপড়ার জন্য ১০০ দিনের কাজ বন্ধ। তার ফলে গ্রামের গরীব খেটে খাওয়া মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাই নতুন করে মানুষকে আর কিছু বলতে হচ্ছে না, মানুষই বলছে ফেরাতে হাল, ফিরুক লাল।”

CPIM News: গড়বেতায় থানা অভিযান! কলকাতায় দুয়ারে-সিপিএম!

অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূলের সাংগঠনিক জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, “বাংলার রাজনীতিতে বামেরা আবার ভেসে উঠতে চাইছে। তাদের মুখে দুর্নীতির কথা মানুষ শুনতে চায় না।” তাঁর কথায়, সিপিএমের কথা মনে পড়লে মানুষের সাঁইবাড়ি, বানতালার কথা মনে পড়ে। তাই তাদের মুখে দুর্নীতি ও অত্যাচার কোন কথাই শোভা পায় না। বিধানসভায় শূন্যে গিয়ে পৌঁছেছে। সই সংগ্রহ করে আবার মানুষের কাছে ভেসে উঠতে চাইছে, মানুষ এদের বরদাস্ত করবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *