ফের সাতসকালে কলকাতায় বড়সড় দুর্ঘটনা। রবিবার ছুটির দিনের সকালে রেড রোডের কাছেই ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্র জানা গিয়েছে, এদিন ভোরে তীব্র গতিতে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের সামনে পাঁচিলে ধাক্কা মারে একটি গাড়ি। তীব্র গতিতে থাকার কারণে ধাক্কাটিও বেশ জোরে লাগে বলে খবর, তাতে বিলাসবহুল গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে। সেসময় রাস্তায় ছিলেন প্রার্তভ্রমণ সারচ্ছিলেন অনেকে। অল্পের জন্য রক্ষা পান তাঁরা।ভোরের কলকাতায় এই দুর্ঘটনায় ফের উঠছে একাধিক প্রশ্ন। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। ঘটনার সময় গাড়িতে ছিলেন পাঁচজন। তাদের প্রত্যেকেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। তবে তাঁদের কারও কোনও আঘাত লাগেনি বলে খবর। Delhi Road Accident : নেটওয়ার্ক সমস্যায় পুলিশকে খবর দিতে দেরি! প্রগতি ময়দান টানেলে পথদুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ছুটির দিন হওয়ার কারণে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম-এর দিক থেকে তীব্র গতিতে রাজভবনের দিকে আসার সময় রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র শব্দ করে ফোর্ট উইলিয়ামের সামনের আইল্যান্ডে কাছে ইস্ট গেটের সামনে দেওয়ালে আঁছড়ে পড়ে গাড়িটি। সেসময় ওই রাস্তা ও ফুটপাত দিয়ে বেশ কয়েকজন মর্নিং ওয়াক করছিলেন। অল্পের জন্য রক্ষা পান তাঁরা।
ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের বনেট ও যন্ত্রপাতির কিছুই অবশিষ্ট নেই। সওয়ারিরা প্রত্যেকেই তুলনামূলক কম বয়সী। তারা কেউ কোনওরকম মাদকাসক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেলাগাম গতির কারণেই এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। ভোরের শহরে এই ঘটনায় ফের বেলাগাম গতি নিয়ে প্রশ্ন উঠছে।
Medical Negligence : ৭ হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের এই ঘটনায় ২০১৬ সালের রেড রোডে ঘটনা দুর্ঘটনার আতঙ্ক ফিরেছে। সেবার তীব্র গতিতে একটি অডি গাড়ি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বায়ুসেনা জওয়ানকে পিষে দিয়েছিল। একইসঙ্গে বছর দুয়েক আগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস উইলিয়ামের সামনে বাইক আরোহী পুলিশ কর্মীকে পিষে দেওয়ালে ধাক্কা মারে। পুলিশ কর্মীর মৃত্যু হয় ও আহত হন ১৮জন।