Nadia News : ‘সম্মানহানি হচ্ছে…!’ সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাকাশিপাড়ার পুলিশকর্মী, রহস্য – hanging body found of sub inspector in nakashipara police station at nadia


ঘর থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। ইতিমধ্যেই পুলিশ কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া জেলার নাকাশিপাড়া থানায়। মৃত পুলিশ কর্মীর নাম গৌড় গোপাল গঙ্গোপাধ্যায়। তিনি কৃষ্ণনগর পুলিশ জেলার নাকাশিপাড়া থানার এসআই পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ডিউটি সেরে ঘরে ফেরেন তিনি। রবিবার সকালে একাধিকবার ফোন করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর তাঁকে খুঁজতে ঘরে যায় অন্যান্য পুলিশ কর্মীরা। দীর্ঘ ডাকাডাকির পরেও তাঁর কোনও সাড়াশব্দ না মেলায় গ্যাস কাটার দিয়ে দরজা খোলা হয়।

Nadia News : সংশোধনাগারে স্কুল, শিক্ষকের ভূমিকায় ‘দাগী’ আসামিরা! কৃষ্ণনগরে অন্য ছবি
দরজা খুলেই গৌড় গোপাল বাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পুলিশ কর্মীরা। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন তিনি বলে পুলিশ সূত্রের খবর।

Nadia News : BJP বুথ সহ সভাপতির রহস্য মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কমিশনের প্রতিনিধিদল
তবে সূত্রের খবর, সুইসাইড নোটে স্থানীয় এক আইনজীবী এবং নাকাশিপাড়া থানার আইসির নাম লেখা ছিল বলে জানা যাচ্ছে। সুইসাইড নোটটা সবার মোবাইলে এলাকায় ঘুরছে। যদিও পুলিশ জানিয়েছে, এটা তাঁর হাতের লেখা কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, কোনও আসামীকে গ্রেফতার নিয়ে গৌর গোপাল বাবুর উপর চাপ আসছিল। সেই ঘটনার জেরেই আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Nadia News : ‘নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি ফিরব…’, চিরকুট লিখে নিখোঁজ নদিয়ার ৩ পড়ুয়া
যদিও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় বলেন, “একজন এসআইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। একটি সুইসাইড নোট পাওয়া গেছে। কি লেখা আছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

Nadia News: বিজেপির বুথ সভাপতির রহস্য়মৃত্যু! খুনের অভিযোগ সাংসদের!

নিহত পুলিশ কর্মীর নাম আত্মীয় কল্যাণ রায় বলেন, “আজকে সকালে খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি। উনি আত্মহত্যা করেছেন। উনি কোনও মানসিক চাপের মধ্যে ছিলেন না, তবে কাজের সূত্রে কোনওরকম চাপ থাকতে পারে।” তবে গোটা ঘটনায় নাকাশিপাড়া পুলিশ মহলে শোরগোল শুরু হয়েছে। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
যে আইনজীবীর নাম উঠে আসছে তিনি জানান, একটি বধূ নির্যাতনের কেসে তদন্তের কাজে নিহত পুলিশ কর্মী গৌড় গোপাল গঙ্গোপাধ্যায় নিযুক্ত ছিলেন। ওই মামলায় একজন আসামীকে দীর্ঘদিন ধরে উনি ধরছিলেন না। ফলত আইনজীবীর মক্কেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নালিশ করে। গোটা বিষয়ে আইনজীবী কোনওভাবে যুক্ত নয় বলে তিনি জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *