Nawsad Siddique: ‘পঞ্চায়েত ভোটে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে কুড়মি আন্দোলন’, মন্তব্য নওশাদের – nawsad siddique give clear message about violence in politics


মঞ্চে ভাষণ দিতে গিয়ে শালীনতা হারিয়ে হাত কেটে নেবার নিদান আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির । পঞ্চায়েত ভোট লুট করতে গেলে হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি ISF এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের । মঞ্চে উপস্থিত ভাঙড়ে বিধায়ক তৎক্ষণাৎই দলীয় নেতাকে হিংসাত্মক বক্তব্য থেকে বিরত করলেন দলীয় নেতাকে। পরে নওশাদ সিদ্দিকির চাপে হাত কাটার প্রসঙ্গে ঢোক গিললেন বিশ্বজিৎ মাইতি।মধ্যমগ্রাম এক প্রকাশ্য সভায় হুঁশিয়ারি ।শনিবার মধ্যমগ্রামে একটি সভায় ভাষণ দিতে আসেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদ সিদ্দিকি মঞ্চে বসে থাকাকালীন মঞ্চে ভাষণের শেষ বেলায় হঠাৎ করে বলেন তৃণমূল পঞ্চায়েতে ভোট লুট করতে আসলে হাত কেটে নেওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন,”মধ্যমগ্রামে যেসব দাদারা দাদাগিরি করছেন, তারা যদি পঞ্চায়েতে ভোট লুঠ করতে যায় তাহলে তাদের হাত কেটে নিতে পারবেন তো?”

Arabul Islam :‘তৃণমূলের নামে বাজে কথা বললে তাঁর হাত পা গুঁড়ো করে দিতে হবে!’ বেলাগাম আরাবুল

ভাষণ চলাকালীনই নওশাদ আপত্তি করেন। ভাষণ শেষে সাংবাদিকদের বৈঠকে বিশ্বজিৎ মাইতি অন্য ব্যাখ্যা দেন তিনি বলেন, ”গণতান্ত্রিক পদ্ধতিতে হাত কাটার কথা বলেছি। তৃণমূলের ভোট লুট করার প্রক্রিয়াকে যাতে আটকানো যায় ।” এ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি বলেন, ” হিংসা আমরা পছন্দ করি না কিন্তু ভোট লুট করতে আসলে আইনি পথে তাদের যাতে হাত কাটা যায় সেটা দেখব। যাতে তাদের জেলের মধ্যে রাখা যায় সে ব্যবস্থা আমরা করব।”

একসঙ্গে মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখার সময় শালীনতা বজায় রাখা উচিত । তাদের শালীনতা নেই বলেই এমন মন্তব্য করেছেন। বিজেপি নেতা প্রদীপ সাহা যদিও সরাসরি আইএসএফকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দিয়েছেন।

TMC Leader : ‘পঞ্চায়েতে বাড়িতে থাকতে পারবেন না ISF কর্মীরা’, ভাঙড় থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

অন্যদিকে সুদীপ্ত চন্দ্র,সিপিআইএম ,এরিয়া কমিটির সদস্য বলেছেন,” হাত কেটে নেওয়া পা কেটে নেওয়া এগুলোতে তারা বিশ্বাসই নন কিন্তু মধ্যমগ্রাম পৌর নির্বাচনে একাধিক ওয়ার্ডে ভোট লুট হয়েছে এবং তৃণমূল ভোটের রাজনীতি করে।”

Nusrat Jahan : ‘ভোট চাইতে এলে বাঁশ নিয়ে তাড়া করুন’, বিরোধীদের আক্রমণে বিস্ফোরক নুসরত

অন্যদিকে, কুড়মি ইস্যু নিয়ে ভাঙড়ের বিধায়ক ISF নেতা নওশাদ বলেন, ”প্রত্যেক ভোটের আগে একটা ইস্যু তৈরি করা হয়। এটাও সেই ইস্যু। তবে একুশের ভোটের আগে কর্মীদের নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ভোট ঘুচতেই আর কিছু নেই। এই বঞ্চনার জবাব কুড়মি নেতারা, সাঁওতাল ভাই বোনেরা দেবেন। তবে পঞ্চায়েতে এই কুড়মি আন্দোলনের প্রভাব পড়বে। ”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *