SSC Scam: সাদা কালি দিয়ে ভুল উত্তর মুছে সরকারি চাকরি? ‘দুর্নীতি করিনি’, ভাইরাল OMR শিট নিয়ে মুখ খুললেন শিক্ষিকা – murshidabad teacher omr sheet of ssc examination went viral here is what she is saying


নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। একই মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এক শিক্ষিকার OMR শিট। এই OMR-এর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ওই OMR শিটে একাধিক ‘অসঙ্গতি’ দেখতে পাচ্ছেন অনেকেই। যদিও ওই শিক্ষিকার দাবি, দুর্নীতি করে নয়, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তিনি।

ভগবানগোলা-১ ব্লকের পি.ডাব্লু.ডি. মোড়ের বাসিন্দা রেশমা খাতুনের SSC পরীক্ষার OMR শিট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভাইরাল শিটে দেখা যাচ্ছে, কিছু উত্তর ভুল হলে সেখানে হোয়াইটনার দেওয়া হয়েছে এবং কালো কালি দিয়ে সঠিক উত্তরে দাগ দেওয়া হয়েছে। আর তা নিয়েই রীতিমতো শোরগোল পড়েছে। এই ভাইরাল OMR শিটের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Recruitment Scam : বেআইনিভাবে সরকারি চাকরিতে প্রেরণার বাবা? মুখ খুলল উচ্চমাধ্যমিকে কৃতীর পরিবার
বর্তমানে রেশমা খাতুন ফারাক্কার অর্জুনপুর হাইস্কুলের শিক্ষিকা। এই ভাইরাল OMR নজরে এসেছে তাঁর। রেশমার কথায়, “আমি দুর্নীতি করে চাকরি পায়নি। আমার তাড়াহুড়ো করে রোল নম্বর ভুল হয়ে গিয়েছিল। আমি পরীক্ষকের থেকে একটি ওয়েমার শিট চেয়েছিলাম। তিনি জানিয়েছিলেন তা নিয়ম বর্হিভূত। এরপর তিনি একটি হোয়াইটনারের ব্যবস্থা করে দেন এবং তা কম্পিউটার নিয়েছিল। প্যানেলে নামও ওঠে।”

তিনি আরও বলেন, “ আমি দীর্ঘদিন ওয়েটিংয়ে ছিলাম। ২০২৩ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখ আমি যোগদান করি। SSC-র গাইডলাইনেও কোথাও লেখা নেই যে হোয়াইটনার ব্যবহার করা যাবে না।”

Partha Chatterjee : অভিষেক-প্রশ্নে ‘বিরক্ত’ পার্থ! প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন…
২০১৬-র প্যানেলে পরীক্ষা দেন তিনি। তাঁর নাম ছিল ওয়েটিং লিস্টে। ২০২২ সালে ৩০ ডিসেম্বরের নোটিশে ডাক পান তিনি। এরপর নিয়ম মোতাবেক যাবতীয় প্রক্রিয়ার পর ২০২৩ সালে জানুয়ারি মাসে চাকরিতে যোগ দেন।

এদিকে শিক্ষিকার ভাইরাল OMR শিট প্রসঙ্গে ভগবানগোলা-১ ব্লকের সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন বলেন, ” দুর্নীতি করে চাকরিতে যোগ দিয়ে প্রভাবশালী এক তৃণমূল নেতার মেয়ে চাকরি খুইয়েছেন ভগবানগোলায়। কিন্তু, শুধু তিনি একা নন, এই রকন অনেকে রয়েছেন। তাঁদেরও চাকরি যাবে।”

Recruitment Scam : হাইকোর্টের রায়ে চাকরি হারিয়ে ফেসবুক পোস্ট, ‘বানান’-এর ছিরি দেখে খোঁচা প্রাথমিক শিক্ষিকাকে
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত বছর ED-র হাতে গ্রেফতার হন তিনি। আপাতত তিনি রয়েছে সংশোধনাগারে। নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার হন মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। সংশোধনাগারে রয়েছেন তিনিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *