বদলির নামে টাকা আদায়? চিকিৎসক নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা… Police starts case against Birupaksha Biswas in Non-bailable section


মৈত্রেয়ী ভট্টাচার্য: ক্ষমতার অপব্যবহার? বদলির জন্য টাকা আদায়? চিকিৎসক নেতা বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল বহরমপুর থানার পুলিস।

জানা গিয়েছে, একসময়ে প্রগ্রেসেভ ডক্টরস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিলেন বিরুপাক্ষ। ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তৃণমূল নেতা নির্মল মাজিরও!  এখন বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগে কর্মরত তিনি। সেই বিরুপাক্ষের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করল প্রশাসন।

আরও পড়ুন: Firhad Hakim: ‘হাত’ছাড়া বাইরন; ‘প্রকৃত কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস’, বললেন ফিরহাদ

ঘটনার সূত্রপাত ১৩ মে। মেডিক্যাল কাউন্সিলরের রাজ্য সম্পাদক, সাংসদ শান্তনু সেনকে চিঠি লেখেন অনুপম মণ্ডল নামে এক চিকিৎসক। মুর্শিদাবাদের বেলডাঙার  শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত তিনি। চিঠিতে অভিযোগ, বদল করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই চিকিৎসকের কাছ থেকে টাকা আদায় করেছেন চিকিৎসক বিরুপাক্ষ সাহা!

তারপর? জানা গিয়েছে, যেদিন চিঠি পান, সেদিনই মেডিক্যাল কাউন্সিলের তরফে চিঠিটি পাঠিয়ে দেওয়া হয় রাজ্যের পুলিস ডিজিকে। সঙ্গে আর্জি, ওই চিঠির ভিত্তিতেই যেন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। শুধু তাই নয়, কাউন্সিলের তরফেও অভিযোগ করা হয় যে, দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে নিজের গাড়িতে লালবাতি ব্য়বহার করছেন বিরুপাক্ষ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *