জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত পরিসরে মজার ছবি পোস্ট করে কার্যত ট্রোলারদের(Troller) নিজেই আমন্ত্রন জানিয়েছেন মালাইকা অরোরা(Malaika Arora)। ইনস্টা স্টোরিতে অর্জুন কাপুরের(Arjun Kapoor) একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, সেখানে অর্জুনের শরীরে কাপড় নেই। বালিশ নিয়ে ঢেকেছেন লজ্জা। অর্জুনের এই অর্ধনগ্ন ছবি শেয়ার করেই তুমুল কটাক্ষের মুখে পড়েছেন মালাইকা অরোরা।
আরও পড়ুন- Parineeti Chopra Wedding: প্রিয়াঙ্কার পথেই পরিণীতি! কোথায়, কবে বসবে বিয়ের আসর?
ছবিটি খুবই ব্যক্তিগত পরিসরে তোলা তা ছবিটি দেখেই বোঝা যাচ্ছে। সোফায় বসে রিল্যাক্স মুডে রয়েছেন অভিনেতা। খালি গায়ে দু হাত ছড়িয়ে বসে তিনি। গায়ে কোনও পোশাক নেই, গোপনাঙ্গ ঢাকতে রাখা বালিশ। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার অলস ছেলে’। এই ছবি দেখা মাত্রই শেয়ার হতে থাকে সেই ছবি। পাশাপাশি সেই ছবি ঘিরে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এবার সেই ট্রোলারদের উদ্দেশ্যে মুখ খুললেন অর্জুন কাপুর। তিনি লেখেন ‘অ্যাটেনশন দেওয়ার থেকে শান্তিই ভালো, নীরব থাকাই ভালো’।
২০১৯ সালে অর্জুন কাপুরের জন্মদিনে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মালাইকা অরোরা। অর্জুনের থেকে ১১ বছরের বড় মালাইকার সঙ্গে প্রেমের কারণে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় এই লাভ কাপলকে। অর্জুনের ছবি সামনে আসতেই কেউ লেখেন, ‘অর্জুন হল সুগার ড্যাডি’, কেউ লেখেন, ‘দুজনেরই কোনও কাজ নেই। শুধু পাবলিসিটি স্টান্ট।’ কেউ আবার লেখেন, ‘অর্জুনকে কেউ নগ্ন দেখতে চায় না, এইসব ছবি প্রাইভেট ফোল্ডারেই রাখা ভালো’।
সম্প্রতি মালাইকা অরোরাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়েই সবকিছুর শেষ! বিয়ে হলেই কি সব হয়ে যায়, সব শেষ হয়ে যায়? বিয়ে এমন একটি বিষয়, যা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। যদি সেই সিদ্ধান্তটা আমাদের নিতে হয়, তা হলে আমরা চিন্তা করে সিদ্ধান্ত নেব এবং কথা বলব। এই মুহুর্তে, আমরা শুধু জীবনকে ভালোবাসি। আমরা আমাদের প্রি-হনিমুন পর্ব উপভোগ করছি।’
মালাইকার সম্পর্ক নিয়ে প্রায়ই যে একটি মন্তব্য উঠে আসে তা হল, তিনি নিজের থেকে অনেক কমবয়সী এক যুবকের সঙ্গে প্রেম করছেন। এ বিষয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার মনে হয়, এটা অসাধারণ। যখন আমার ডিভোর্স হয় তখন আমাকে বলা হয় যে এই ডিভোর্সের ট্যাগ সবসময় থাকবে। ডিভোর্স হওয়ার পর প্রেম খুঁজে পাওয়া সহজ নয়, সেটা অন্য কথা। আর তারপর একজন কমবয়সী মানুষের মধ্যে যখন ভালবাসা খুঁজে পাই, আমাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি শুধু বলতে চাই, ভালবাসার কোনও বয়স নেই। যদি আপনি প্রেমে পড়েন, তাহলে আমি প্রেমেই পড়েন। সেই মানুষটি আপনার থেকে ছোট না বড়, সেটা বিষয় হয় না। এটা আমাদের অবস্থান বদলে দেয় না। আমি ভাগ্যবতী যে, আমি এমন একজনকে পার্টনার হিসাবে পেয়েছি যে আমায় বোঝে। ও কমবয়স্ক বলে আমাকেও কমবয়স্ক করে রাখে, এটাই সত্যি। আমার মনে হয় আমি পৃথিবীর শীর্ষে আছি।’