Sunil Chhetri strongly react to Delhi Police treatment of protesting wrestlers


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী (Prime Minister Of India) নরেন্দ্র মোদী (Narendra Modi) নতুন সংসদ ভবনের (New Parliament Inauguration) উদ্বোধন করলেন রবিবার অর্থাৎ ২৮ মে। আর এমনই এক বিশেষ দিনে নতুন সংসদ ভবনের বাইরের যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেটা দেখে শিউরে উঠেছেন অনেকেই। মানতে পারছেন না দেশের ক্রীড়াপ্রেমীরা। যৌন হেনস্থায় অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) গ্রেফতারের দাবিতে কুস্তিগীররা, যন্তরমন্তর (Jantar Mantar) থেকে নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিল্লি পুলিস (Delhi Police) তাঁদের আটক করে। ব্যারিকেড দিয়ে পথ রুখে দেয়।  আর সেটাই মেনে নিতে পারছেন না ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। একইসঙ্গে অ্যাথলিটদের অসম্মানিত করার ব্যাপারটা মেনে নিতে পারছেন না নীরজ চোপড়া (Neeraj Chopra), ইরফান পাঠানের (Irfan Pathan) মতো ক্রীড়াবিদরা। 

দেশের একাধিক তারকা এই ইস্যুতে চুপ। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), বিরাট কোহলি (Virat Kohli), সুনীল গাভাসকর (Sunil Gavaskar),কপিল দেবের (Kapil Dev) মতো ক্রীড়াবিদরা স্পিকটি নট। তবে কারও পরোয়া করলেন না তারকা স্ট্রাইকার। কড়া ভাষায় দিল্লি পুলিস ও কেন্দ্র সরকারের সমালোচনা করলেন ”ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। টুইটারে সুনীল লিখেছেন, ‘কেন আমাদের কুস্তিগীরদের এভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে? কারও সঙ্গে এমন ব্যবহার করা কাম্য নয়। আমি আশাকরি পুরো বিষয়টির সঠিক ভাবে মূল্যায়ন করা হবে।’ 

আরও পড়ুন: Wrestler Protest: প্রাণ বাঁচাতে কেন লুকিয়ে বেড়াচ্ছেন ভিনেশ-সাক্ষীরা? জেনে নিন আসল কারণ

আরও পড়ুন: Wrestler Protest: রাজপথে সম্মান হারানো ভিনেশ-সাক্ষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস, বিতর্ক তুঙ্গে

সুনীল ছাড়া ইরফান পাঠানও আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিলেন। ভারতের প্রাক্তন বাঁহাতি পেসার লিখেছেন, ‘কুস্তিগীরদের সঙ্গে এমন আচরণ দেখে মন একেবারে ভেঙে গেল। দ্রুত এই সমস্যর সমাধান হওয়া উচিত।’ 

ভিনেশ-সাক্ষীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন গত টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলার নীরজ চোপড়া। সংক্ষিপ্ত টুইটে নিজের মনোভাব ব্যক্ত করেছেন তিনি। সাক্ষী, বজরং, ভিনেশদের আটকের ভিডিয়ো পোস্ট করে নীরজ লেখেন, ‘এটা দেখে মন খারাপ হল। পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত।’ 

গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে ধরনায় বসেছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। যৌন হেনস্তার দায়ে তাঁকে অবিলম্বে আটক করা হোক, এই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক , বজরং পুনিয়ারা। তবে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো-সহ দুটি মামলা দায়ের হলেও এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে অন্যদিকে কুস্তিগীররা আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চাইলে তাঁদের বলপূর্বক বাধা দিয়েছে দিল্লি পুলিস। এমনকি কুস্তিগীরদের বিরুদ্ধে একাধিক মামলায় আফআইআর দায়ের করা হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রাণের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছেন কুস্তিগীররা। এমনই বিস্ফোরক দাবি করেছেন ভিনেশের স্বামী সোমবীর রাঠি। তিনি জানিয়েছেন, আপাতত দিল্লিতে থাকলেও নিজেদের ঠিকানা প্রকাশ্যে আনতে চাইছেন না তাঁরা। জানা গিয়েছে, আইনজীবীদের সঙ্গেও আলোচনা করছেন কুস্তিগীররা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *