রাস্তায় শুয়ে অভিষেকের কনভয় আটকানোর চেষ্টা তৃণমূলেরই ৩ নেতার! তারপর… TMC leaders try stop Abhishek Banerjees convoy in Ghatal


চম্পক দত্ত: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকানোর চেষ্টা! কেন? দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে সাসপেন্ড হলেন তৃণমূলের বুথ সভাপতি। শোকজের মুখে দলের আরও ২ নেতা। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল।

শিয়রে পঞ্চায়েত। কাকে প্রার্থী চান? গোপন ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন সাধারণ মানুষই। কোচবিহার থেকে কাকদ্বীপ। জনসংযোগ যাত্রায় স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম, ‘তৃণমূলে নবজোয়ার’।

তৃণমূল সূত্রে খবর, ঘড়িতে তখন সাড়ে ন’টা। দিনের কর্মসূচি শেষ। রাতে ঘাটালের বীরসিংহ গ্রাম থেকে  বিদ্যাসাগর হাইস্কুল মাঠে তাঁবুতে ফিরছিলেন অভিষেক। স্থানীয় জলসরায় এলাকায় চন্দ্রকোনা-ঘাটাল রাজ্যসড়কের তাঁর কনভয় আটকানোর চেষ্টা করেন তৃণমূলেরই ৩ নেতা। কীভাবে? রাস্তায় শুয়ে পড়েন  বুথ সভাপতি শেখ সোলেমান আলি, ,বীরসিংহ অঞ্চলের সম্পাদক শেখ আবদুল রশিদ ও ঘাটাল ব্লক আইটি সেলের কর্মী দীপঙ্কর ঘোষ।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘কোথায় আসতে হবে বলুন, দম থাকলে ঘষে দেখান’, দিলীপকে চ্যালেঞ্জ অভিষেকের..

তারপর? তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝির স্লোগান দিতে থাকেন ওই ৩ নেতা। ব্লক সভাপতিতে সরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। গাড়ির কাচ নামিয়ে দলের ৩ নেতাকে ডাকেন অভিষেক। বলেন, ‘প্রকৃত তৃণমূলকর্মীরা এভাবে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় না। দলে এসব চলবে না’। এমনকী, বুথ সভাপতি শেখ সোলেমান আলিকে সাসপেন্ড করার কথাও জানিয়ে দেন তিনি। রাতেই সেই নির্দেশমতো পদক্ষেপ করেন ব্লক সভাপতি। বাকি দু’জনকে শোকজ করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *