সত্তর পেরিয়ে ফের বিয়ের পিঁড়িতে প্রাক্তন বাম সাংসদ লক্ষণ শেঠ Lakshman Seth marries again


প্রবীর চক্রবর্তী: বয়স এখন তিয়াত্তর। দ্বিতীয়বার বিয়ে করলেন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠ। পাত্রী, মানসী দে। বয়স ৪০। কলকাতার একটি পাঁচাতারা হোটেল চাকরি করেন তিনি। থাকেন এ শহরেই।

বাম আমলে দাপুটে নেতা ছিলেন লক্ষণ শেঠ। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে ৩ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালের লোকসভা ভোটে তৎকালীন তৎকালীন সিপিএম সাংসদকে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু। এখন অবশ্য় সিপিএমের সঙ্গে কোনও সম্পর্ক নেই লক্ষণের। ২০১৪ সালে বহিষ্কৃত হওয়ার পর দল পরিবর্তন করেছেন একাধিকবার। প্রথমে লক্ষ্মণ পরে যোগ দেন বিজেপিতে। এর পর ২০১৯ সালে কংগ্রেস। এমনকী, নিজের একটি দল গঠন করেছিলেন তিনি।

আরও পড়ুন:  SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার ‘কালীঘাটের কাকু’!

১৯৭৯ সালে তমালিকা পণ্ডা শেঠের সঙ্গে বিয়ে হয় লক্ষ্মণের। স্রেফ হলদিয়া পুরসভার চেয়ারম্যান নয়,  ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত মহিষাদলের বিধায়ক ছিলেন তমালিকা। ২০১৬ সালে প্রয়াত হন তিনি। লক্ষ্মণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *