২ জুন মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্ম্স নিবেদিত কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Gnanguly) পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী। এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকের মন কেড়েছে। পর্দায় কৌশিক সেনের বিপরীতি জয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। সমাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে অকপট জয়া। দেখুন এই জমজমাট আড্ডার ভিডিয়ো।