Bardhaman News : পঞ্চায়েতের আগে বিহার থেকে অস্ত্র ঢুকছে রাজ্যে? STF-র অভিযানে কাটোয়া স্টেশন থেকে ধৃত ৩ – illegal weapons recovered in bengal stf operation in katwa station


Katwa Station : পঞ্চায়েত ভোটের আগে বেঙ্গল STF-র অভিযানে বড় সাফল্য পাওয়া গেল কাটোয়া স্টেশনে। STF সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল সহ ১৪ রাউন্ড গুলি এবং ছ’টি ম্যাগাজিন। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজন কে। ধৃতদের নাম শ্রীলাল মণ্ডল বিহারের মুঙ্গেরের বাসিন্দা, কাসওয়ার শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা এবং সুদীপ খান মুর্শিদাবাদের হরিহরপুরের বাসিন্দা। STF সূত্রে আরও জানা গিয়েছে, গোপন সূত্রে অস্ত্রপাচারের খবর ছিল বেঙ্গল STF-এর কাছে। খবর পেয়ে সোমবার রাতে কাটোয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেন STF অফিসাররা।

Gold Smuggling : জুতোর ভিতর লুকিয়ে সোনা পাচারের চেষ্টা! কোটি টাকার সোনাসহ শিলিগুড়ি পুলিশের জালে ৩
বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র আনা হচ্ছিল বলে জানতে পেরেছে STF। বিহার থেকে শ্রীলাল মণ্ডল এই অস্ত্র নিয়ে কাটোয়া স্টেশনে আসে, অন্যদিকে মুর্শিদাবাদ থেকে বাকি দুজন এই অস্ত্রগুলো নিতে আসে কাটোয়া স্টেশনে। এরপরেই STF-এর হাতে ধরা পড়ে এই তিনজন।

North 24 Parganas News : ১ কোটি টাকার হেরোইন উদ্ধার বসিরহাটে, STF-এর জালে ২ পাচারকারী
জানা গিয়েছে অস্ত্র পাচারের আগেই STF অফিসাররা এই তিনজনকে গ্রেফতার করেন। কাটোয়া GRP থানায় আগ্নেয়াস্ত্র পাচারের মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য, নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে সোমবার তাঁদের কাটোয়া আদালতে পেশ করে STF ও GRP।

Howrah News : জঙ্গলের মধ্যে ডাঁই করে রাখা বাজি! হাওড়া পুলিশের অভিযানে উদ্ধার
ওই তিন দুষ্কৃতী ধরা পড়ে গেলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনা চিন্তায় ফেলেছে জেলা পুলিশ প্রশাসনকে। কারণ, পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও, পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত কোনও বড় ধরনের কিছু ধরা পড়েনি বা উদ্ধার হয়নি। কিন্তু এই ঘটনার পর এবার নড়েচড়ে বসেছে জেলার পুলিশ।

Gold Smuggling : যাত্রী বেশে গয়না পাচারের চেষ্টা, পেট্রাপোল সীমান্তে আটক ৩ বাংলাদেশি
জানা গিয়েছে, এবার জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশি ও নজরদারি বাড়ানো হবে। অস্ত্র মামলায় আগে গ্রেফতার হওয়া দুষ্কৃতী বা ব্যক্তিদের দিকেও কড়া নজর রাখা হবে। ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে মঙ্গলবার সকাল থেকে। নেপথ্যে মাথা কে, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মঙ্গলবার সকালে অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষা করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছেন কিনা তা জানার চেষ্টা করছেন STF কর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *