Bayron Biswas : বায়রনের ছবিতে আগুন কংগ্রেস নেতার – the congress leader sets fire to bayron biswas picture


এই সময়, বহরমপুর: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চায় এসেছিলেন বায়রন বিশ্বাস। তাঁর কেন্দ্রের যে কংগ্রেস ও সিপিআই কর্মীরা তাঁকে জেতাতে দিনের পর দিন খেটেছেন, লড়াই করেছেন, তাঁরা বায়রনের এই দলবদল মেনে নিতে পারছেন না। ভোটে জেতার তিন মাসের মধ্যে দলবদল করায়, এদের অনেকের মতে, বায়রন বেইমানি করেছেন। আবার সাগরদিঘির তৃণমূল কর্মীরা বায়রনকে স্বাগত জানিয়েছেন।

Bairon Biswas : ‘জেতার পিছনে কংগ্রেসর কোনও অবদান ছিল না…’, দল বদলে বিস্ফোরক বাইরন
উপনির্বাচনের সময় বায়রনের হয়ে লড়তে গিয়ে জেল খেটেছিলেন কংগ্রেস নেতা সাইদুল শেখ। এ দিন দলবদলের খবর পাওয়ার পরে তীব্র ক্ষোভে সটান সাগরদিঘির পার্টি অফিসে চলে যান তিনি। সেখানে থাকা বায়রনের ছবিগুলিতে আগুন ধরিয়ে দিতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে পদত্যাগ করে আবার নির্বাচনে লড়ুন বায়রন।

Bayron Biswas: দল ভাঙাইনি, বাইরন নিজে এসে তৃণমূলে যোগ দিয়েছে: অভিষেক
ভোটের সময় এক মাস ধরে পরিশ্রম করেছি ওঁর জন্য। তার প্রতিদান এই হবে, তা ভাবতে পারিনি।’ কংগ্রেস নেতা হামিদ শেখ বলেন, ‘এই ধরনের বিশ্বাসঘাতকতা করবে, তা আগে ভাবা যায়নি। কংগ্রেস ও সিপিএমের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম ওঁকে জেতানোর জন্য। সাগরদিঘির মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন।’ বিজেপি জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, ‘মানুষের রায়কে অসম্মান করলেন ওই বিধায়ক। তৃণমূলের ফাঁদে পা দিলেন তিনি।’ একই ধরনের ক্ষোভ দেখা গিয়েছে সাধারণ মানুষের একাংশের মধ্যেও।

Bayron Biswas Joins TMC: তিন মাসের মধ্যে ডিগবাজি বাইরনের, তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন সাগরদিঘির কংগ্রেস কর্মীরা
সাগরদিঘির বাসিন্দা লোকনাথ ভগৎ বলেন, ‘বায়রন যা করেছেন, তা ভুল করেছেন। আমরা কিন্তু কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিলাম।’ বিডিও অফিসের সামনে চায়ের দোকান আসিফ আলির। তাঁর কথায়, ‘তিন মাসের মধ্যেই এ ভাবে পাল্টি খাবেন, তা বুঝতে পারিনি। এই এলাকার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। মানুষের মর্যাদাকে গুরুত্ব দিলেন না আমাদের বিধায়ক।’ তবে বায়রনকে স্বাগত জানিয়ে এলাকার তৃণমূল কর্মীরা তাঁর সুরে সুর মিলিয়েই বলছেন, কংগ্রেসের টিকিটে জেতায় কোনও উন্নয়ন হয়নি সাগরদিঘির। তাই তৃণমূল ছাড়া যে উন্নয়ন হবে না, তা বুঝতে পেরেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।

Locket Chatterjee on Byron Biswas : ‘দলত্যাগ বিরোধী আইন আরও কঠোর হওয়া উচিত’, বাইরন নিয়ে মন্তব্য লকেটের
মোরগ্রাম অঞ্চলের তৃণমূল নেতা বশির শেখ বলেন, ‘কংগ্রেসে থাকলে কোনও উন্নয়ন হতো না সাগরদিঘির। বায়রন যা করেছেন, তা মানুষের কথা ভেবেই করেছেন। এর আগেও অনেক কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগদান করেছিলেন।’ কাবিলপুরের তৃণমূল নেতা সুরজ শেখ বলেন, ‘আমাদের দলে ওঁকে স্বাগত। সাগরদিঘির ভোটের পর থেকে উন্নয়ন অনেক পিছিয়ে গিয়েছিল। এবার সেই উন্নয়ন হবে।’

Bairon Biswas : কথা দিয়েও রাখলেন না! বাড়ি থেকে ২০০ কিমি দূরে অভিষেকের হাতে জার্সি বদল বাইরনের
বাবা বাবর আলি কংগ্রেস মনোভাবাপন্ন হলেও বায়রন কিন্তু প্রথম থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। পড়াশোনাও বিশেষ করেননি। কাঞ্চনতলা জেডি ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বরং পারিবারিক বিড়ি ব্যবসায় মন দিয়েছিলেন। পরে অবশ্য কংগ্রেসে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়ে যান। জেতার তিন মাসের মধ্যেই দলবদল তাঁকে ফের নিয়ে এল চর্চায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *