CV Ananda Bose : নির্বাচন কমিশনার বাছতে তৃতীয় নাম চাইলেন রাজ্যপাল – governor cv ananda bose has asked to send a third name for the post of state election commissioner


এই সময়: রাজ্য নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে রবিবারই। তাঁর উত্তরসূরী হিসাবে প্রথমে একজনের নাম রাজভবনে পাঠিয়েছিল রাজ্য সরকার। কেন এই পদে একজনেরই নাম পাঠানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর দ্বিতীয় নামের প্রস্তাব গিয়েছিল নবান্নের তরফে। কিন্তু নবান্ন সূত্রের খবর, দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে নারাজ রাজ্যপাল।

State Election Commissioner : রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজভবনের দিকে তাকিয়ে নবান্ন
এই পরিস্থিতিতে সোমবার তৃতীয় বিকল্প নাম চেয়ে পাঠানো হয়েছে রাজভবনের তরফ থেকে। সৌরভ দাস নির্বাচন কমিশনার পদে রবিবারই কার্যকালের মেয়াদ শেষ করে ফেলায় এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনার পদটি শূন্য রয়েছে। যেহেতু এটি এক সদস্যের কমিশন, তাই নির্বাচন কমিশনারের পদটি শূন্য থাকলে পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়। তাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

CV Ananda Bose Bratya Basu : আনন্দের শো-কজের মুখে বহু উপাচার্য, ক্ষুব্ধ ব্রাত্য
এদিন রাজ্যপাল দিল্লিতে ছিলেন। রাতেই তিনি কলকাতায় ফিরে আসেন। রাজভবন সূত্রের খবর, আজ, মঙ্গলবার তাঁর গোয়া যাওয়ার কথা। ২ জুন তাঁর কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে। তার আগেই রাজভবনের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনার পদে তৃতীয় নাম চাওয়ায় নবান্নের কর্তারা ধন্দে। গত ১৮ মে রাজ্য সরকার এই পদের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহার নাম পাঠান।

Bratya Basu : রিপোর্ট নিয়ে তলবি চিঠি বোসের, ফের প্রশ্ন ব্রাত্যর
রাজভবন তখনই প্রশ্ন তুলেছিল, কেন এই পদের জন্য একটি মাত্র নাম পাঠানো হয়েছে। গত শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই পদের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব অজিররঞ্জন বর্ধনের নামও দিয়ে আসেন। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় রাজভবন। তারপরই তৃতীয় নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। যদিও আগের দু’টি নামে রাজভবনের আপত্তি রয়েছে–এমন ইঙ্গিত তাঁদের কাছে নেই বলে দাবি নবান্নের কর্তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *