Government Jobs Vacancy 2023 : স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যক্ষেত্র, ১ লাখেরও বেশি সরকারি পদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর – more than one lakh government jobs vacancy announce by west bengal chief minister mamata banerjee


Mamata Banerjee On Government Jobs পঞ্চায়েত ভোটের আগেই বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে তিনি বলেন, “আগামী এক বছরে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।” দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগেই তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, দল জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসলে বিশেষ জোর দেওয়া হবে কর্মসংস্থানের উপর। সেই মোতাবেক এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কোন দফতরে কত কর্মী নিয়োগ করা হবে?
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে তথ্য দেন তা থেকে জানা গিয়েছে-আগামী দুই থেকে এক মাসের মধ্যেই আরও এক লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ বিভিন্ন সরকারি দফতরে।

Justice Abhijit Gangopadhyay: বনসহায়ক পদে ২ মাসের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ, চাকরিহারাদের নিয়েও বড় সিদ্ধান্ত
তিনি আরও জানান, রাজ্য সরকার নতুন কর্মী নিয়োগে ব্যাপক জোর দিচ্ছে। বিভিন্ন জায়গায় কর্ম মেলা হচ্ছে। ১১ হাজার প্রাথমিক এবং ১৪ হাজার ৫০০ উচ্চ প্রাথমিকে শূন্য পদ রয়েছে। সেগুলিতে দ্রুত নিয়োগ সম্পন্ন হবে। রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দুই হাজার ২০০ জন অধ্যাপক নিয়োগের কাজ হাতে নেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগের কাজ শুরু হয়েছে। তিন হাজার আবগারী কনস্টেবল নিয়োগ হচ্ছে এবং রাজ্য সরকার গ্রুপ ডি পদে আরও ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে।

Bana Sahayak Recruitment 2023: হাতে ২৪ ঘণ্টারও কম সময়, সোমবারই বনসহায়ক পদে আবেদনের শেষদিন
গ্রুপ সি পদে তিন হাজার নিয়োগ হবে। স্বাস্থ্য দফতরে দুই হাজার ডাক্তার, সাত হাজার নার্স, সাত হাজার আশা কর্মী, কমিউনিটি হেলথ ওয়ার্কার দুই হাজার নিয়োগ হবে। সমাজকল্যাণ দফতরে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নয় হাজার ৪৯৩ জন এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ১৩ হাজার ৯২৬ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগ করবে সরকার। সবমিলিয়ে এক বছরে ১ লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে।

Mamata Banerjee: ‘খেলা তো হবেই, আরও বেশি করে খেলা হবে’

SSC Recruitment : এসএসসি: চুক্তিতে নিযুক্ত কর্মীর মোট বেতন লাখ টাকা!
এর আগে একাধিকবার বিরোধীরা রাজ্য সরকারি পদে নিয়োগ প্রসঙ্গে তৃণমূল সরকারকে তোপ দেগেছেন। বিরোধীদের অভিযোগ ছিল, একাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও সরকার নিয়োগ করছে না। পঞ্চায়েত নির্বাচনের আগেও এই নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলিকে।
ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষের কর্মসংস্থান হতে চলেছে। উল্লেখ্য, এদিন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *