Kalighater Kaku Arrest : ইডি আধিকারিকদের সামনে ‘চিৎকার’, তদন্তে অসহযোগিতা! কেন গ্রেফতার ‘কালীঘাটের কাকু’? – why ed has arrested kalighater kaku sujay krishna bhadra in recruitment scam know details


মঙ্গলবার সিজিও কম্পলেক্সে ঢোকার মুখে তাঁর চোখে মুখে ঝড়ে পড়েছিল ‘আত্মবিশ্বাস’। সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘যা বলার বাইরে বেরিয়ে বলব’। কিন্তু শেষমেশ আর বাইরে বেরনো হল না। ১২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি।ঠিক কী কারণে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হল? ইডি সূত্রে খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এমনকী তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন, তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Kalighater Kaku : ED স্ক্যানারে ‘কালীঘাটের কাকু’! সুজয়কৃষ্ণকে CGO-তে হাজিরার নির্দেশ
আগে সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালানোর সময় তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। সূত্রের খবর, এদিন তাঁর মোবাইল থেকে পাওয়া একাধিক তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসবাদ করা হয়। এমনকী তাঁর সামনে একাধিক তথ্য প্রমাণ রাখা পরও তিনি তদন্তে সহযোগিতা করেননি বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কার নির্দেশে ‘বেনিয়ম’ করেছেন সুজয়কৃষ্ণকে সেই প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। কিন্তু সেই প্রশ্নের কোনও সদর্থক উত্তর তিনি দিতে পারেননি। ইডি সূত্রে জানা গিয়েছে, তিন দফা জিজ্ঞাসাবাদে লাগাতার অসহযোগিতা পেয়ে তদন্তকারী সংস্থার তরফে তাঁকে ‘শেষ সুযোগ’ দেওয়া হয়। আধিকারিকদের প্রশ্নের মুখে সুজয়কৃষ্ণ মেজাজ হারিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

Kalighater Kaku Arrested : মুখে কুলুপ এঁটেও লাভ হল না, ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার কালীঘাটের কাকু
সূত্রের খবর, সিজিও কম্পলেক্সের ইডি আধিকারিকদের তরফে দিল্লির সদর দফতের যোগাযোগ করে গোটা বিষয়টি জানানো হয়। সেখান থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া মাত্রই ‘কালীঘাটের কাকু’-কে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।

ইডি আধিকারিকদের দাবি, তিনটি সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। সবকটি সংস্থার সঙ্গে সুজয়কৃষ্ণের যোগসূত্র তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও ‘বড় মাথা’ যুক্ত রয়েছেন কি না, তাও জানতে চায় তদন্তকারী সংস্থা। আদালতে পেশ করে সুজয়কৃষ্ণকে ইডি নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে বলেই মনে করা হচ্ছে।

Arpita Partha : মাস্টারমাইন্ড পার্থই, কোর্টে দায় এড়িয়ে দাবি অর্পিতার
উল্লেখ্য, সদ্য বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর প্রথমবার ‘কালীঘাটের কাকু’-র নাম সামনে আসে। ধৃত তাপস মণ্ডল ও গোপাল দলপতিও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘কালীঘাটের কাকু’-র নাম করে কুন্তল তাঁদের থেকে টাকা দাবি করতেন। সুজয়কৃষ্ণের গ্রেফতারির পর নিয়োগ দুর্নীতি আরও কোনও বড় প্রভাবশালীর নাম সামনে আসে কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *