Kalighater Kaku Arrested : ‘আমায় কিছু জানানো হয়নি’, ইডি অফিসের বাইরে ‘অসহায়’ কাকুর আইনজীবী – lawyear of kalighater kaku deny arrest incident by ed


গ্রেফতারির ব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে জানালেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। এদিন রাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতারির পর তার আইনজীবী জানান, গ্রেফতারির কিছু নিয়ম নীতি আছে। সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির ব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে এদিন রাতে জানান তিনি। তবে আগামী কাল সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এদিন তাকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Kalighater Kaku Arrested : মুখে কুলুপ এঁটেও লাভ হল না, ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার কালীঘাটের কাকু
সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানান, তাঁর মক্কেলের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। কোনওরকম যোগাযোগ করতে দেওয়া হয়নি। পুরো বিষয়টি তাঁকে অন্ধকারে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে তাঁর মক্কেলের সঙ্গে তিনি কোনওভাবে যোগাযোগ করতে পারেননি বলে জানান হয়।

Kalighat Kaku: কালীঘাটের কাকুর ‘ঘুম ভাঙাল’ ED, সাতসকাল বাড়িতে হানা গোয়েন্দাদের
তবে বুধবার সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে চাইবে বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে তার জন্য জামিনের আবেদন জানানো হবে বলে জানান তার আইনজীবী। এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে তিনটি কোম্পানির যোগসাজশের কথা উঠে আসছে। এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান সুজয় কৃষ্ণের আইনজীবী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *