Kurmi Protest : অভিষেকের কনভয়ে হামলার ব্লু-প্রিন্ট কার তৈরি? কুড়মি নেতাদের জেলে গিয়ে জেরা করবে CID – cid will go to jhargram jail to interrogate arrested kurmi leaders for abhishek banerjee convoy attack


শুক্রবার গড় শালবনিতে আক্রমণের মুখে পড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও চলে দেদার ভাঙচুর। গোটা ঘটনায় কুড়মিদের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। ইতিমধ্যেই কয়েকজন কুড়মি নেতা সহ ন’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি।Kurmi Protest in West Bengal: CID-র আবেদন খারিজ, কুড়মি নেতাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ব্লু-প্রিন্টকে তৈরি করেছিল তা জানার জন্য ধৃত কুড়মি নেতাদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল সিআইডি। মঙ্গলবার, ঝাড়গ্রামের এডিজে ১ আদালতে নীতীশ মাহাতো বাদে জেল হেফাজতে থাকা আট কুড়মি নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন করা হয়। সিআইডির সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

এছাড়াও কুড়মিদের ঘাঘর ঘেরা কর্মসূচির সাইকেল র‌্যালি চলাকালীন মেডিকেল টিম এবং অ্যাম্বুল্যান্স দেওয়ার দাবিতে জামবনি ব্লকে পথ অবরোধ করেছিল কুড়মি সামাজিক সংগঠনের নেতৃত্বরা । সেই ঘটনায় জামবনি থানার পুলিশ স্বতপ্রণোদিত মামলা রুজু করে। সেই মামলাতেও কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো এবং আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতোর নাম ছিল। জামবনি থানার পুলিশ তাঁদের শোন অ্যারেস্টের জন্য আবেদন করে। সেই আবেদনও মঞ্জুর করেছে ঝড়গ্রাম সিজেএম আদালত।

Kurmi Protest: শাল-পিয়ালের জঙ্গল কি আরও একবার অশান্ত? রাজেশ সহ ৯ কুড়মি নেতার গ্রেফতারিতে ক্ষোভের আগুন জঙ্গলমহলে
নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলকর্মীদের রাস্তা ফেলে চলে দেদার মারধর। সেই ঘটনার তদন্তভার এখন সিআইডির হাতে রয়েছে।

সোমবার ঝাড়গ্রামের এডিজে ১ আদালতে তদন্তের জন্য ধৃত কুড়মি নেতাদের ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন খারিজ করে আগামী ১২ই জুন পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপরই কুড়মি নেতাদের জেলে গিয়ে হেফাজতের আবেদন জানানো হয়।

Kurmi Protest : ‘সরকারের দুমুখো মনোভাব…’, নেতাদের গ্রেফতারির প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে আন্দোলনের ডাক কুড়মিদের
কী কারণে কুড়মি নেতাদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন? সিআইডি আদালতকে জানিয়েছে, এই হামলার পিছনে কী কারণ রয়েছে ও বৃহত্তর ষড়যন্ত্রে এই নেতাদের কী ভূমিকা রয়েছে, তা প্রয়োজন বলেই জানিয়েছে তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি এই হামলার ব্লু প্রিন্ট কারা তৈরি করেছিল এবং কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা জানতেই আবেদন জানানো হয়েছে।

সরকারি আইনজীবী প্রশান্ত রায় বলেন, “সিআইডি জেল হেফাজতে থাকা কুড়মি নেতাদের জেল জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছিল এডিজে ১ আদালতে । আদালত সিআইডির জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *