Partha Chatterjee News : ‘মাস্টারমাইন্ড পার্থই’, অর্পিতার দাবি নিয়ে কী প্রতিক্রিয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর? – partha chatterjee did not give any answer regarding arpita mukherjee related questions


নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ED। তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এই বিপুল অর্থ কার? এই প্রশ্ন উঠেছে বারেবারে।

সোমবার অর্পিতার আইনজীবী নিয়োগ দুর্নীতি মামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেন পার্থকে। এখানেই শেষ নয়, ব্যাঙ্কশাল কোর্টে অর্পিতার আইনজীবী আরও দাবি করেন, তাঁর মক্কেল পরিস্থিতির শিকার। আদতে মাস্টারমাইন্ড পার্থ।

Arpita Partha : মাস্টারমাইন্ড পার্থই, কোর্টে দায় এড়িয়ে দাবি অর্পিতার
মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় তোলা হয় আলিপুর আদালতে। এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে একটি কথাও বলেননি পার্থ। এদিন তাঁকে অর্পিতার আইনজীবীর ‘মাস্টারমাইন্ড’ মন্তব্য প্রসঙ্গেও প্রশ্ন করা হয়।

কিন্তু, একটি প্রশ্নের জবাব না দিয়ে সরাসরি আদালতে প্রবেশ করেন পার্থ। বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান প্রসঙ্গেও এদিন তাঁকে প্রশ্ন করা হয়।
যদিও এই প্রসঙ্গেও কার্যত স্পিকটি নট ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Arpita Mukherjee: ফ্ল্যাটে কোটি কোটি টাকা কার? আদালতে স্পষ্ট উত্তর অর্পিতার
উল্লেখ্য, গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর আদালতে ভার্চুয়াল শুনানিতে পার্থ-অর্পিতাকে খুনসুটি করতেও দেখা গিয়েছিল। যদিও অর্পিতা প্রসঙ্গে কোনও শব্দ সংবাদ মাধ্যমে অতীতেও ব্যয় করেননি পার্থ।

সোমবার অর্পিতার আইনজীবীর পালটা ED-র কৌঁসুলি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় ৩১টি জীবনবিমা পলিসির নমিনি করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়কে। বোলপুরেও পার্থ এবং অর্পিতার সম্পত্তি রয়েছে।” তিনি আরও বলেন, “পার্থ চট্টোপাধ্যায় যদি রাজা হন সেক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায় কি ডিফ্যাক্টো রানি? তাঁদের সম্পর্ক আসলে কী?”

Arpita Mukherjee: ১০ মাসে আমূল বদল! আদালতে সশরীরে হাজিরা দিতে এসে অর্পিতা বললেন…
উল্লেখ্য, অর্পিতার হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তাঁর মন্তব্য ছিল,তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার করার আগে অর্পিতার বয়ান রেকর্ড করা হয়নি বলেও আদালতে দাবি করেছেন তিনি। তাঁর আরও মন্তব্য ছিল, ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে।

এর আগে আলিপুর আদালতে পেশ করার সময় হতাশার সুর শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। তিনি একটি প্রশ্নের প্রেক্ষিতে বলেছিলেন, “৩০০ দিনের বেশি সময় বিনা বিচারে আমি আটকে রয়েছি। তা নিয়ে বলুন।”

SSC Scam: সাদা কালি দিয়ে ভুল উত্তর মুছে সরকারি চাকরি? ‘দুর্নীতি করিনি’, ভাইরাল OMR শিট নিয়ে মুখ খুললেন শিক্ষিকা
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরেই দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল তৃণমূল। শুধু দলীয় পদ থেকে নয়, মন্ত্রিসভা থেকেও সরানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর একাধিকবার দলের হয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *