Paschim Medinipur News : ঝাঁপ দিয়ে অভিষেকের কনভয় আটকে কথা বলার চেষ্টা, ঘাটালে সাসপেন্ড TMC নেতা – ghatal trinamool congress leader suspended for raising allegation against district leader


ঘাটালের রাস্তায় অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয় আটকানোর চেষ্টা। গাড়ি আটকে দলের নেতৃত্বের বিরুদ্ধে নালিশ জানানোর চেষ্টা। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে নালিশ জানাতে গিয়ে সাসপেন্ড হলেন তৃণমূলের বুথ সভাপতি। শোকজের মুখে আরও দুই নেতা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ ঘাটালের বীরসিংহ থেকে অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয় ঘাটালে বিদ্যাসাগর হাইস্কুল মাঠে তাঁবুতে ফিরছিলেন। সে সময় ঘাটালের জলসরায় চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কের উপর অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ের সামনে ঝাঁপ দিয়ে কনভয় আটকানোর চেষ্টা করা হয়।

West Bengal Police : রায়গঞ্জ ও মেদিনীপুর রেঞ্জের ডিআইজি বদল, সিদ্ধান্ত ঘিরে জল্পনা!
এমনকি কনভয়ের সামনে শুয়ে পড়ে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝির বিরুদ্ধে স্লোগান তুলে তাঁকে সরানোর দাবি তুলেন দলেরই তিন নেতা। দিলীপ মাঝি ঘাটালে দলের পদে থাকে দল ডুববে ওকে সরিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইকে দায়িত্ব দেওয়ার দাবি তুলেন তৃণমূলের তিন নেতা।

Abhishek Banerjee Convoy attack : আবাসে ঘর মেলেনি, মেদিনীপুরে অভিষেকের কনভয় আটকে ফের ক্ষোভ গ্রামবাসীদের
এই তিন নেতা হলেন ঘাটালের মুলগ্রাম বুথের সভাপতি শেখ সোলেমান আলি, বীরসিংহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ আবদুল রশিদ ও ঘাটাল ব্লক তৃণমূলের আইটি সেলের কর্মী দীপঙ্কর ঘোষ। ঘটনায় রীতিমতো মুখে কুলুপ তিন অভিযুক্ত তৃণমুল নেতার। তবে এদের মধ্যে যাকে সাসপেন্ড করা হয়েছে সেই মুলগ্রাম বুথের সভাপতি শেখ সোলেমান আলি জানান, সাসপেন্ড করা হয়েছে বলে শুনলাম। তবে আমার হাতে কোনও লেটার আসেনি। অঞ্চলের প্রধানের কাছে সাসপেন্ড লেটার পাঠানো হয়েছে সেই আমায় জানিয়েছে।

Abhishek Banerjee : ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা? আদিবাসী সংগঠনের সঙ্গে জরুরি বৈঠকে অভিষেক
হঠাৎ কেন সাসপেন্ড করা হল তাঁকে সে প্রশ্নের উত্তরে বুথ সভাপতি জানান, আমি হয়তো কিছু ভুল করেছি তাই সাসপেন্ড করেছে। অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে যে কথা হয়েছিল এবং ঘাটাল নিয়ে যে অভিযোগ জানিয়েছেন তা স্বীকার করেন সাসপেন্ডেড বুথ সভাপতি।
এবিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত বলেন, “মুলগ্রামের বুথ সভাপতি শেখ সোলেমান আলি সহ কয়েকজন নেতৃত্ব ঘাটালের জলসরায় অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয় আটকানোর চেষ্টা করে। কিছু কথা বলার চেষ্টা করে যা দলের শৃঙ্খলা ভঙ্গের সমান।”

Mamata Banerjee: ‘খেলা তো হবেই, আরও বেশি করে খেলা হবে’

দলের ওইসব নেতৃত্ব দলকে কালিমালিপ্ত করার জন্য ইচ্ছা করে মনগড়া কথা বানিয়ে বলার চেষ্টা করেছে বলে জানান তিনি। সবেমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নব জোয়ার কর্মসূচি করে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেও দলের এই সাসপেন্ড করে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *