Siliguri News : শিলিগুড়িতে অ্যাম্বুল্যান্সের ভেতর শায়িত কফিন, খুলতেই বেরিয়ে এল… – marijuana smuggling stuffed in coffin in an ambulance caught by siliguri special task force


অ্যাম্বুল্যান্সে রাখা শায়িত কফিন। সেই কফিনের উপর আবার সাদা ফুলের মালা রাখা। দেখে মনে হবে যেন কেউ মারা গিয়েছে। দেহ কফিন বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুল্যান্সে করে। কিন্তু সেই কফিন খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ভেতরে ঠাসা লাখ লাখ টাকার গাঁজা। অ্যাম্বুল্যান্সে করে এভাবেই কফিনের মধ্যে গাঁজা ভরে তা পাচারের অভিনব ফন্দি এটেছিল পাচারকারীরা। এক মহিলা ও তিনজন পুরুষসহ মোট চারজন পাচারকারীকে শিলিগুড়ির ফুলবাড়িতে আজ সকালে হাতেনাতে ধররে রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হয় ৬৪ কেজি গাঁজা।

Siliguri Municipal Corporation news : মুখ ঢেকেছে বিজ্ঞাপনে! শিলিগুড়ি শহরের জন্য বড় অভিযানে নামল পুরনিগম
বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত অ্যাম্বুলেন্স এবং কফিন। জানা গিয়েছে, ত্রিপুরা থেকে আসাম ও পশ্চিমবঙ্গ হয়ে বিহারে গাঁজা পাচার করার ছক ছিল পাচারকারীদের। পাচারকারীরা পাচারের জন্য ওয়েস্ট বেঙ্গল রেজিশট্রেশনের একটি অ্যাম্বুল্যান্স ব্যবহার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কফিনের মধ্যে ৬৪ কেজি গাঁজা প্যাকেট করে রাখা ছিল। এরপর মৃতের আত্মীয়স্বজনের পরিচয় দিয়ে গাড়িতে ছিল গাড়ির মালিক তথা ড্রাইভার এবং এক মহিলা সহ আরও তিনজন। এই ফন্দি এঁটে গাজা পাচারের চেষ্টা করে পাচারকারীরা।

Gold Smuggling : জুতোর ভিতর লুকিয়ে সোনা পাচারের চেষ্টা! কোটি টাকার সোনাসহ শিলিগুড়ি পুলিশের জালে ৩
মঙ্গলবার আমবাড়ি ক্যানেল রোডের কাছে অ্যাম্বুল্যান্সটি আটকে করে পুলিশ। সন্দেশের বশে সেই অ্যাম্বুল্যান্সটিতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় লক্ষাধিক টাকার গাঁজা। পুলিশ গাড়ি আটকাতেই লোকজন কৈফিয়ত চায়, যে কেন আটকানো হয়েছে। পুলিশ কোনও আপত্তিতেই কান না দিয়ে শুরু করে তল্লাশি।
ফুল দিয়ে সাজানো সাদা কাপড়ে মোড়া কফিনটিকে খুলতেই উদ্ধার হয় গাঁজা। মোট আঠারোটি প্যাকেটে গাঁজা মেলে পুলিশ জানিয়েছে। আটক করা হয় সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক, সরস্বতী দাস নামে চারজন গাঁজা পাচারকারীকে। ধৃতরা সকলেই কোচবিহারের বাসিন্দা।

Siliguri Municipal corporation CPIM News : টক টু মেয়রের পালটা ‘গণকণ্ঠ’, শিলিগুড়িতে জনসংযোগে নামছে সিপিএম
আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। এই পাচার চক্রের পেছনে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরকম অভিনব পন্থায় গাঁজা পাচারের চেষ্টা দেখে অবাক পুলিশও। এত পরিমাণ কোথা থেকে নেওয়া হয়েছিল, সে ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

Ambulance Syndicate: ‘আমাদের অ্যাম্বুল্যান্স ছাড়া যেতে দেবো না’! মৃত্যু রোগীর!

মাদক দ্রব্য পাচার রুখতে সর্বদা তৎপর রাজ্য পুলিশের এসটিএফ। এর আগেও একাধিকবার অভিনব পন্থায় পাচার করা গাঁজা উদ্ধার করে পুলিশ। গত মাসেই হুগলি জেলার সিঙ্গুর থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির সিটের নিচের তলায় লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *