Trending News In West Bengal: দক্ষিণ আফ্রিকায় পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জয় বাংলার কন্যার, দুর্গাপুরে উচ্ছ্বাস – durgapur woman seema dutta chatterjee win bronze in world powerlifting competition good news


ফের বিশ্ব জয় সীমার। সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড বেঞ্চপ্রেশ চ্যাম্পিয়ানশিপে আবারও দুটি ব্রোঞ্জ জয় করল দুর্গাপুর তথা বাংলার সোনার মেয়ে সীমা দত্ত চট্টোপাধ্যায়। তার নজরকাড়া সাফল্যে গর্বিত দুর্গাপুর শিল্পশহরবাসী। সোমবার দুর্গাপুরে ফিরতেই অনুরাগীদের ছিল চরম উন্মাদনা। বৃষ্টি উপেক্ষা করে অন্ডাল বিমান বন্দরে তাকে শুভেচ্ছা জানানোর ভিড় জমে ওঠে। সেখান থেকে সীমাকে নিয়ে দুর্গাপুরে শোভাযাত্রা করা হয়।প্রসঙ্গত, গত ২০ থেকে ২৭ মে‌ দক্ষিণ আফ্রিকার সান-সিটিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড বেঞ্চপ্রেস চ্যাম্পিয়নশিপ ২০২৩। বিশ্বের ৫০টি দেশের পাওয়ার লিফটাররা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। তাতে ভারতের হয়ে ১১ জন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন। তার মধ্যে পশ্চিমবাংলার ছিল দুর্গাপুরের পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায় সহ তিনজন। প্রথমদিনে ক্লাসিক বেঞ্চপ্রেস ইভেন্ট অনুষ্ঠিত হয়। তাতে প্রথম হয় ফিনল্যাল্ড, দ্বিতীয় হয় আয়ারল্যান্ড। এবং তৃতীয় সীমার সৌজন্যে ভারত।

Smart Device: এবার দৃষ্টি পাবেন দৃষ্টিহীনেরাও, স্মার্ট টুপি আবিষ্কার খুদে ইঞ্জিনিয়ারের

মাইনাস ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও কঠিন লড়াইকে জয় করে সীমা বিশ্বের বিভিন্ন দেশের পাওয়ার লিফটারদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। প্রথম দিনেই ৬৯ কেজি ক্লাসিক বেঞ্চপ্রেস বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নেয় সীমা। তার কয়েকদিন পর ছিল ইকুইপড বেঞ্চপ্রেস প্রতিযোগিতা। তাতে প্রথম হয় ইউএসএ, দ্বিতীয় হয় জাপান এবং ৬৯ কেজি বিভাগে তৃতীয় হয় আবারও ব্রোঞ্জ পদক জয় করে সীমা। সোমবার সাউথ আফ্রিকা থেকে দুর্গাপুরে ফেরে সীমা। শহরে ফিরতেই অনুরাগীদের ছিল চরম উন্মাদনা। অন্ডাল বিমান বন্দরে তাকে শুভেচ্ছা জানানোর ভিড় জমে ওঠে। বৃষ্টি উপেক্ষা করে সেখান থেকে সীমাকে নিয়ে দুর্গাপুরে শোভাযাত্রা করা হয়।

Trending News: দুয়ারে ছাতু! যোগী রাজ্য থেকে বর্ধমানে আসা চন্দনলালের আয় জানলে চমকে উঠবেন

প্রসঙ্গত, গত ২০২২ সালে ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ পাওয়ার লিফিটিং ও বেঞ্চপেস চ্যাম্পিয়ানশিপ ২০২২ অনুষ্ঠিত হয়। তাতে ১৬ টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিল। মূলত পাওয়ারলিফটিং ও বেঞ্চপ্রেস দুটি বিভাগে জুনিয়ার, সাব জুনিয়ার, মাস্টার ওয়ান, টু, থ্রি ও ফোর ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ৮০ জন ভারতীয় প্রতিযোগী অংশ নিয়েছিল।

Pattachitra Images: পূর্ব মেদিনীপুর থেকে সোজা ইন্দোনেশিয়া! বিশ্ব লোকগানের আসরে এবার সামিল সায়েরা চিত্রকররা
সেখানে ইকুইপড ও ক্লাসিক বেঞ্চপ্রেস প্রতিযোগিতায়। সীমা ৬৩ কেজি দুটি বিভাগে দুটি সোনা জয় করে। ইকুইপড ও ক্লাসিক পাওয়ারলিফটিং প্রতিযোগিতার স্কোয়াট, বেঞ্চপেস ও ডেডলিফটিং ছিল। ওই তিনটি প্রতিযোগিতায় তিনটি সোনা জয় করে এবং ওভার অল ১ টি সোনা জয় করে। একই সঙ্গে স্ট্রংগেস্ট ওমেন প্রথম রানার আপ হয় সীমা। সাংসারের কাজ সামলে নিজেকে তৈরী করা একজন গৃহবধূর কাছে দৃষ্টান্তই শুধু নয়, বড় চ্যালেঞ্জ। আজ তার সাফল্য আর পাঁচটা মেয়েকে প্রেরনা জুগিয়েছে। সীমা জানান,” সাংসারের কাজ সামলে লক্ষ্যে পৌঁছানো যায়। চ্যালেঞ্জে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।”

Hooghly News : জুতোয় চার্জ হবে মোবাইল! শ্রমিকের ছেলের দুর্দান্ত আবিষ্কার

বিশ্বের দরবারে ফের দুর্গাপুর সহ দেশের মুখ উজ্জ্বল করে দুর্গাপুরের মহিলা পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায়। আর বাংলার এই সোনার মেয়ের সাফল্যে গর্বিত দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *