তবে পারদ ৪০ পার হলেও রাজ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। যদিও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলেই এদিন সকাল থেকে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূলীয় অঞ্চল ছাড়া আর কোথাও এই মুহূর্তে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মঙ্গলবার সকাল থেকেই আগুন ঝরাচ্ছে রোদ। আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। জ্বালাপোড়া গরমে অস্বস্তি মহানগরে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। পাশাপাশি কলকাতা সহ আশপাশের অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভ্যাপসা গরম অনুভূত হবে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হলেও তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯০ শতাংশের মধ্যে।
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরের জেলাগুলিরও তাপমাত্রা তরতরিয়ে বাড়বে। মঙ্গলবার থেকেই মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।