Weather Forecast West Bengal: পারদ ৪০ ছুঁইছুঁই, ভ্যাপসা গরমে নাভিশ্বাস বঙ্গবাসীর – west bengal weather update mostly temperature will increase in south bengal and there is little bit of possibilities of rain in some districts


কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তির হাওয়া এখন অতীত। ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। ভোর থেকেই জ্বালা ধরাচ্ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। ফের এপ্রিলের স্মৃতি ফিরিয়ে পারদ ছুঁতে চলেছে ৪০ ডিগ্রি। পাশাপাশি বিকেলের দিকে বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর জেরে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা আপাতত নেই।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যে মধ্য ও দক্ষিণ অংশে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। দক্ষিণবঙ্গে মোটের উপর আগামী তিন চার দিনে চার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে পারদ।

Weather in West Bengal : হু হু করে বাড়বে তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা! প্যাচপ্যাচে গরমে ফের কষ্টে কাটবে বঙ্গবাসীর?

তবে পারদ ৪০ পার হলেও রাজ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। যদিও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলেই এদিন সকাল থেকে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূলীয় অঞ্চল ছাড়া আর কোথাও এই মুহূর্তে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather Forecast : সকালে চড়া রোদ, বিকেল হতেই ঝড়-বৃষ্টি! আগামী সপ্তাহে ফের হাওয়া বদল?

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

মঙ্গলবার সকাল থেকেই আগুন ঝরাচ্ছে রোদ। আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। জ্বালাপোড়া গরমে অস্বস্তি মহানগরে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। পাশাপাশি কলকাতা সহ আশপাশের অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভ্যাপসা গরম অনুভূত হবে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হলেও তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯০ শতাংশের মধ্যে।

Kolkata Traffic Update : গরমে বাদুড়ঝোলা হয়ে ট্রেনে-বাসে অফিসযাত্রীরা, সোমবার কোন কোন রুট এড়িয়ে চলবেন?

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরের জেলাগুলিরও তাপমাত্রা তরতরিয়ে বাড়বে। মঙ্গলবার থেকেই মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *