West Bengal Latest News : টোটো সওয়ারির সঙ্গে উপরি পাওনা গান, উত্তরপাড়ার অরূপকে চেনেন? – one toto driver from uttarpara hooghly name arup das sings for the passenger good news


উচ্চমাধ্যমিকের পর সংসারের হাল ধরতে পড়াশোনায় ইতি টানতে হয়েছিল তাঁকে। গত সাত বছর ধরে কোন্নগর, উত্তরপাড়া, বালি এই অঞ্চলের টোটো চালিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন মনসাতলা এলাকার বাসিন্দা অরূপ দাস।

জীবনে চলার পথে বহু আঁকাবাঁকা রাস্তায় পার করেছেন তিনি। তবে কখনও থেমে যায়নি তাঁর সুর। খালি গলায় দু’কলি গান গেয়েই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তিনি।

West Bengal Trending News : ভুবন-রানুর মতো ভাইরাল হননি, আজও গান শুনিয়ে উপার্জন করেন দৃষ্টিহীন বছর সত্তরের তরণী
রানাঘাটে রানু মণ্ডল, বীরভূমের ভুবন বাদ্যকর সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে ভাইরাল হয়েছিলেন। অরূপ সোশ্যাল মিডিয়া জায়গা করতে না পারলেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর টোটোয় যাত্রীরা উঠলেই লোকসংগীত গেয়ে তাঁদের মন ভোলান তিনি। বাড়িতে মা, বাবা ও স্ত্রীকে নিয়ে সংসার তাঁদের। উচ্চমাধ্যমিক পাশ করার পর থেকে সংসারের হাল ধরতে হয়েছিল অরূপকে। তাই গায়ক হওয়ার স্বপ্ন ছেড়ে টোটো চালাতে শুরু করেন তিনি।

Hooghly News : ‘কেউ আইনের উর্ধ্বে নয়…’, শুভেন্দুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের তৃণমূল বিধায়কের
অরূপের গানের দুনিয়ায় হতেখড়ি হয় বাবা গদাধর দাসের হাত ধরে। তিনি একজন ভালো তবলা শিল্পী ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে তবলা বাজানোর জন্য ডাক পড়ত তাঁর। বাবার সঙ্গে সেই সুরের জলসায় সঙ্গী হতেন অরূপও। কখনও সাঁওতালি ভাঙায় গান, আবার কখনও শাস্ত্রীয় সংগীত গুনগুন করে উঠতেন কিশোর অরূপ।

এরপর থেকেই গানের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। আপাতত তিনি টোটো চালানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের গানও শোনান খালি গলায়।
Hooghly Murder : বিয়ার পানের সময় তর্কাতর্কি! বোতল নিয়ে বন্ধুর মাথায় আঘাত, শ্রীঘরে যুবক
তাঁর প্রশংসা করে পুষ্কর চক্রবর্তী নামক এক যাত্রী বলেন, “কিছু টোটোয় সাউন্ড সিস্টেমে গান শুনতে পাওয়া যায়। কিন্তু, খালি গলায় টোটো চালকের গান সত্যিই প্রশংসনীয়। এর আগে কখনও শুনিনি। যাত্রী হিসেবে চাই ওর গান যেন সমাজে স্বীকৃতি পায়। গানের মাধ্যমেই যেন ও অন্ন সংস্থান করতে পারে সেই আশা করছি।”

যাঁকে নিয়ে এত আলোচনা সেই অরূপ ঠিক কী বলছেন? তিনি বলেন, “আমার গান গাইতে বরাবর ভালো লাগে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তির গলার স্বর নকল করতেও আমার বেশ লাগে। একসময় গায়ক হতে চেয়েছিলাম। কিন্তু, পরে পরিবারের কথা চিন্তা করে টাকা রোজগারের জন্য অন্য কাজকর্ম শুরু করি।”

Transgender Smaranya Ghosh : উচ্চমাধ্যমিকের প্রস্তুতির সঙ্গেই পুরুষ থেকে নারী হয়ে ওঠার লড়াই, গল্প শোনালেন শরণ্যা
প্রতিদিন কাকভোরে টোটো নিয়ে বেরিয়ে পড়েন অরূপ। তিনি জানান, গান তাঁর সারা জীবনের সঙ্গী। আলাদা করে গান গাওয়ার সুযোগ পান না তিনি। তাই টোটো চালানোর সময় তিনি যাত্রীদের গান শোনান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *