সন্দীপ প্রামাণিক ও অয়ন ঘোষাল: গরমের থাবা আরও শক্ত হচ্ছে রাজ্যে। আগামিকাল থেকে অন্তত ২ দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে রাজ্যে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় লু-এর মতো পরিস্থিতি হবে। ব্যতিক্রম দার্জিলিং ও কালিম্পং। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন-পঞ্চায়েতের আগে রাজ্যে মোদী-শাহ-নাড্ডা, বাড়ি বাড়ি গিয়ে প্রচার বিজেপি কর্মীদের
আবহাওয়া দফতরের তরফে অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে রাজ্যে বইবে উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়া। দিনের তাপমাত্রা বাড়তে পারে কমপক্ষে ২ ডিগ্রি। দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের সব জেলাতেই বাড়বে গরম ও অস্বস্তি। উপকূলের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। পশ্চিমঞ্চালের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বাড়বে।
বুধবার সকালেই আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল, তাপ প্রবাহের মতো পরিস্থিতি হবে। বিকেলই সেই কথাটা আরও সুনিশ্চিত করে জানিয়ে দেওয়া হল। বলা হয়েছে আগামী ৭২ ঘণ্টা দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং ছাড়া উত্তর ও দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হুগলি ও হাওড়ার কিছু অংশ ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি তা না হয় তাহলে তাপের সঙ্গে বাড়বে আপেক্ষিক আদ্রতা।
হাওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। একই অবস্থা হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে আগামী কয়েক দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে।
উল্লেখ্য, গরমের কথা মাথায় রেখে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়াল রাজ্য সরকার। গরম এখন চলবে। তাই ছুটির সময়সীমা বাড়িয়ে করা হচ্ছে ১৫ জুন পর্যন্ত। এর ফলে গরমের জন্য সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি কোথাও বাড়ল ১০ দিন, কোথাও বাড়ল ৮ দিন। আজ সেই ঘোষণা মুখ্যমন্ত্রী নিজেই করলেন। কী বললেন মমতা? মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাপপ্রবাহ এখনও থাকবে। তাই বাচ্চাদের স্কুল খোলার যে দিন ঘোষণা করা হয়েছিল ৫ ও ৭ তারিখ তা বাড়িয়ে ১৫ জুন করা হল।
গত ২ মে থেকে গরমের ছুটি পড়েছিল সরকারি স্কুলে। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। ৫ই জুন থেকে স্কুল খোলার নির্দেশিকা জারি করা হলেও গত ২ রা মে থেকে ছুটির জন্য যে ক্লাসের ক্ষতি হয়েছে অতিরিক্ত ক্লাস করিয়ে সেই ক্ষতি মেটানোর নির্দেশ দেওয়া হয়।