‘যত্রতত্র পড়ে থাকা পাত্রের জমা জল ফেলে দিন’, বদলে গেল দেওয়াল লিখন Language of Wall writing finally changed to prevent Dengue in Jalpaiguri


প্রদ্যুৎ দাস: জি ২৪ ঘণ্টার খবরের জের। ‘যত্রতত্র পড়ে থাকা পাত্রের জমা জল ফেলে দিন’, ডেঙ্গুর সচেতনতায় জলপাইগুড়িতে এবার নয়া দেওয়াল লিখন পুরসভার। খুশি শহরবাসী।

বর্ষা আসছে। প্রতিবছরের মতো এবারও শহরে ডেঙ্গু-সহ বিভিন্ন মশাবাহিত রোগে প্রতিরোধে তৎপর জলপাইগুড়ি পুরসভা। কীভাবে? সাধারণ মানুষকে সচেনতা করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সঙ্গে দেওয়াল লিখনও।

তাহলে? সম্প্রতি জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার মারোয়ারি গার্লস স্কুলের  সামনের দেওয়ালে লেখা হয়, ‘কামড়াবো এখানে লাশ পরবে শ্বশানে’। পাশে মশার ছবি! স্রেফ শ্মশান বানান ভুল নয়, স্কুলের সামনে কেন এমন ভাষায় দেওয়াল লিখন? ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সির পোস্টে সমালোচনা ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Bardhaman News: বর্ধমান পৌরসভায় আবর্জনা ফেলতে এসে বাসিন্দারা পেলেন বহুমূল্য আদা, তবে রয়েছে শর্ত

জি ২৪ ঘণ্টায় সেই খবর সম্প্রচারিত হওয়ার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের। মুছে ফেলা হল ‘বিতর্কিত’ দেওয়াল লিখনটি। একই দেওয়ালে লেখা হল, ‘মশারী ব্যবহার করুন, যত্রতত্র খোলায় জায়গায় জমি জমিয়ে রাখতে দেবেন না, ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *