Dakshin 24 Pargana : অটোতে বসেই ডাকাতির প্ল্যান! গোপন খবর পেয়ে এলাকায় পুলিশ, তারপর… – the robbery plan is foiled by police in dakshin 24 pargana 6 are arrested


Robbery Incident : ফের একবার রুদ্ধশ্বাস অভিযানে একটি বড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বেলিয়াচন্ডী মোড়ের কাছে একটি অটোতে চেপে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার SI দিগন্ত মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সঙ্গে সঙ্গে পৌঁছয় বেলিয়াচন্ডী এলাকায় এবং ওই অটোটিকে ঘিরে ধরে। সেই সময় অটোচালকসহ ওই অটো থেকে মোট ৬ জনকে ধরে ফেলে পুলিশ। অটোর ভিতর থেকে উদ্ধার হয় লোহার রড, ধারালো অস্ত্র এবং প্রচুর দড়ি।

Barrackpore Shoot Out : ভরসন্ধ্যায় ব্যারাকপুরে শ্যুট আউট, ডাকাতিতে বাধা দিতে গিয়ে চলল গুলি
তাদেরকে জেরা করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ডাকাতির উদ্দেশে তারা সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের নাম শেখ রফিকুল (বাড়ি মহেশতলা থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায়), নুরজামাল মোল্লা (বাড়ি বকুলতলা থানার মহিষ গোট এলাকায়), রফিকুল লস্কর (বাড়ি মগরাহাট থানার মামুদপুর এলাকায়), তাজউদ্দিন গাজী ও মিজানুর সর্দার (এদের বাড়ি ক্যানিং থানার টেংরাখালী ও সুন্ধিপুকুরিয়া এলাকায়) এবং ইসরাফিল খান (বাড়ি বারুইপুর থানার পূর্ব পাঁচগাছিয়া এলাকায়)।

North 24 Parganas News : ১ কোটি টাকার হেরোইন উদ্ধার বসিরহাটে, STF-এর জালে ২ পাচারকারী
ইসরাফিল অটোচালক বলে জানা গিয়েছে। তবে ধৃতরা কোথায় ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল সে ব্যাপারে জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ। আজ ধৃতদেরকে বারুইপুর আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে আদালতের কাছে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Barrackpur Shootout: ব্যারাকপুর শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার ২, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা
পুলিশের এক আধিকারিক এই বিষয়ে জানান, “গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু এটা জানা ছিল না যে এই ৬ জন ডাকাতি করার উদ্দেশে জড়ো হয়েছে। বাহিনীর হাতে ধরা পড়ার পর তা জানা যায়”। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদের ডাকাত দলে আরও বেশি সদস্য থাকতে পারে। সেই সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সেই জন্যই আরও কড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Howrah News : মহাবিদ্যা বিফলে! চুরি যাওয়া বাইক নিয়ে তেল ভরাতে এসেই পাকড়াও চোরবাবাজি
প্রসঙ্গত উল্লেখ্য, মাস তিনেক আগে জেলারই বারুইপুর এলাকায় এরকমই এক বড় ডাকাতির ছক বানচাল করা হয়। হাতেনাতে গ্রেফতার হয় সাত দুষ্কৃতী। উদ্ধার করা হয় ডাকাতির সরঞ্জাম, চপার, ভোজালি, ছুরি। বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বেশ কিছু দুষ্কৃতী বলরামপুর এলাকায় জড়ো হয়েছে। পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় সাত দুষ্কৃতী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *