Kalighater Kaku Arrest : রয়েছে একাধিক তথ্য প্রমাণ? কালীঘাটের কাকুর ১৪ দিনের ইডি হেফাজত মঞ্জুর – kalighater kaku aka sujay krishna bhadra got fourteen days enforcement directorate custody


সুজয় কৃষ্ণ ভদ্রের ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের পর বুধবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে এদিন সুজয় কৃষ্ণ ভদ্রকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। তদন্তে অসহযোগিতা করছেন না বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। রাতেই প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি। এদিন সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করে ইডি।

Kalighater Kaku Name: ‘হৃদয় অবধি পৌঁছে গিয়েছে…’, ‘কালীঘাটের কাকু’ গ্রেফতার হতেই বিস্ফোরক টুইট শুভেন্দুর
এদিন সকালে প্রথমে তাকে সিজিও কমপ্লেক্স ইডি দফতর থেকে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তথ্য প্রমাণের বিরুদ্ধে তাকে ১৪ দিনের হেফাজতে চাওয়ার আবেদন জানান ইডির আইনজীবীরা। সেই আবেদন মনঞ্জুর করা হয়।

Kalighater Kaku Arrest:’…আদালতের নির্দেশে হিসেব গুলিয়ে গেল’, কালীঘাটের কাকু-এর গ্রেফতারিতে মন্তব্য আইনজীবী বিকাশের
নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের মুখে উঠে এসেছিল কালীঘাটের কাকুর নাম। বেআইনি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কুন্তল কালীঘাটের কাকুর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছিল বলে ইডি সূত্রে খবর। মোট ৩২৩ জন টেট প্রার্থীর তালিকা সুজয় কৃষ্ণের কাছে পাঠানো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানায় কুন্তল।
টেট প্রার্থীদের তালিকা এরপর তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে পাঠানো হয়েছিল। তবে মানিক ভট্টাচার্যের সঙ্গে তার যোগাযোগের কথা জেরায় অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণ। ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সময় তিনি মানিক যোগ অস্বীকার করেন। তবে সুজয়ের মোবাইল ঘেঁটে সুজয়ের সঙ্গে মানিকের ২০১৮ সাল থেকে যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তদন্তকারী আধিকারিকরা।

Kalighater Kaku Arrest: নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর নাম এল কী ভাবে? সুজয়ের সুজন খুঁজছে ED
পাশাপাশি, নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষের বয়ানেও এই সুজয় কৃষ্ণ ভদ্রের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর। ২০১৪ সালে কুন্তল ঘোষ সুজয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জেরায় তিনি দাবি করেছেন। এমনকি কুন্তল ঘোষের সঙ্গে কালীঘাটের কাকুর আর্থিক লেনদেন হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

Abhishek Banerjee News: ১০ প্রশ্নবাণ! ‘কালীঘাটের কাকু’ আর কুন্তল-শান্তনুর সঙ্গে সম্পর্ক কেমন?

একাধিক বিষয়ে অসঙ্গতি পাওয়ায় মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। এদিনও জেরার মুখে সুজয় অসহযোগিতা করেন বলে জানা গিয়েছে। এমনকি জেরার সময় তিনি একাধিকবার মেজাজ হারানো বলেও জানা যায়। একাধিক বিষয়ে মুখ না খোলার জন্যেই ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করে বলে জানানো হয়।
নিজেদের হেফাজতে নেওয়ার পর নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাবেন ইডি আধিকারিকরা। পুরো চক্রটির মধ্যে আরও কোনও বড় মাথা আছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেওয়া হবে। সেক্ষেত্রে ইডির তদন্তে নিয়োগ দুর্নীতিতে আরও বড় তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *