Kalighater Kaku Arrest:’… হিসেব গুলিয়ে গেল আদালতের নির্দেশে’, কালীঘাটের কাকু-এর গ্রেফতারিতে মন্তব্য আইনজীবী বিকাশের – bikash ranjan bhattacharya on kalighater kaku aka sujaykrish bhadra arrest


১২ ঘণ্টার লাগাতার জিজ্ঞাসাবাদের গ্রেফতার ‘কালীঘাটের কাকু’ বলে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র। রাজনৈতিক মহল বলছে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম হেভিওয়েট গ্রেফতারি। বিজেপি নেতার মতে পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বিগ ফিশ এবার ইডির জালে। এসম্পর্কে নিয়োগ দুর্নীতিতে মামলায় অন্যতম আইনজীবী ও সিপিআইএম রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’, শুধু মাত্র দুর্নীতির একটা গ্রন্থি। এই গ্রেফতারিতে অনেক হিসেব গুলিয়েছে।”
১২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে ইডির হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন কর্মীর গ্রেফতারি নিয়ে সিপিআইএম নেতা বিকাশরঞ্জন বলেন, ”তদন্তের স্বাভাবিক নিয়মেই গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র। এতদিন গ্রেফতারি হত না, এরাও নিশ্চিন্তে ছিলেন। কিন্তু শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে আদালত যেভাবে ঘাড়ে চেপে বসেছে, তাতে কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্ত করতে বাধ্য হয়েছেন। তদন্ত করলেই একে একে সবাইকে হেফাজতে নিতে হবে।”

Kalighater Kaku Name: ‘হৃদয় অবধি পৌঁছে গিয়েছে…’, ‘কালীঘাটের কাকু’ গ্রেফতার হতেই বিস্ফোরক টুইট শুভেন্দুর

একইসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুর্নীতির পরিকল্পনা করেছেন, লুকিয়েছেন এবং তিনি তাতে মদতও দিয়েছেন। তারপরই সিস্টেমের সর্বস্তরে ডালপালা ছড়িয়েছে। তদন্তকারীরা অনেকটাই এগিয়েছেন। তদন্ত সঠিক পথেই এগোবে। ‘কালীঘাটের কাকু’, সুজয় কৃষ্ণ ভদ্র শুধু মাত্র দুর্নীতির একটা গ্রন্থি। তিনি যারা দুর্নীতির পরিকল্পনা করেছেন তাদের একেবারে কাছের লোক।”

Kalighater Kaku Arrest : ‘জীবনের শুরুতে হকারি!’ আর এখন প্রাসাদোপম বাড়ি, কী ভাবে উত্থান ‘কালীঘাটের কাকু’-র?

এই প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমে পূর্বে কালীঘাটের কাকু-এর দাবির কথাও মনে করিয়ে দিয়েছেন সিপিআইএম নেতা। তিনি বলেন, ”এই সুজয়কৃষ্ণ ভদ্র খুব জোরের সঙ্গে বলেছিলেন, আমাকে ধরলেও আমার বসকে কিছু করতে পারবে না। ওঁর বস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্তরেও ওদের কাছে একটা বার্তা ছিল, তোমরা নিশ্চিন্ত থাক, তোমাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু সব হিসেবটা গুলিয়ে গেল আদালতের নির্দেশে।”

Kalighater Kaku Arrest : ইডি আধিকারিকদের সামনে ‘চিৎকার’, তদন্তে অসহযোগিতা! কেন গ্রেফতার ‘কালীঘাটের কাকু’?

রাজ্যসভার সাংসদ এই বাম নেতা বলেন, ”সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস, কুন্তল এদের কাছেই কালীঘাটের কাকু হিসেবে সুজয়কৃষ্ণ ভদ্রের নামটা তদন্তকারীরা পেয়েছিলেন। সুজয়কৃষ্ণ ভদ্রও প্রথমদিকে খুব জোরের সঙ্গে ওপরচালাকি করে অসত্য কথা বলছিলেন। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এবার তিনি হেফাজতে। এবার দেখা যাক কতটা আসল সত্য বেরিয়ে আসে।”

Kalighater Kaku Arrested : মুখে কুলুপ এঁটেও লাভ হল না, ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার কালীঘাটের কাকু

নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক হেভিওয়েট সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হতেই বিরোধী দলনেতা মন্তব্য করেন, আইনের হাত হৃদয় অবধি পৌঁছেছে এবার বাকি মাথা। সেই প্রসঙ্গে বাম নেতা বলেন, ”শুভেন্দু অধিকারী একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক ছিলেন। তিনি ভালো করেই জানেন কীভাবে দুর্নীতি পরিকল্পনা হয়েছে। পুরো ব্যাপারটাই তাঁর নজরে আছে। এখন সুজয়কৃষ্ণ গ্রেফতার হতে তিনি বলছেন হৃদয়ে পৌঁছেছে…। কিন্তু আমরা তো অনেকদিন ধরেই বলে আসছি গোলপোস্টের চারপাশে ঘুরছে কিন্ত গোলে আর বলটা ঢুকছে না। এমনই খবর আমাদের কাছে ছিল, কেন্দ্রীয় স্তর থেকে নির্দেশ ছিল এখনই কোনও বড় পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু লাগাতার সু্প্রিম কোর্ট ও হাইকোর্টের তিরস্কারে নিজেদের মানসম্মান বাঁচাতে পদক্ষেপগুলো নিতে হবে। আশা করি তাঁরা তদন্তের স্বার্থে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মাঝে দিদি-মোদীর পরিকল্পনায় আবার দিক পরিবর্তন করবেন না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *