Kolkata Bus Service : বাসে ট্র্যাকিং ডিভাইস না থাকলেই জরিমানা, আজই শেষ দিন – government has decided to install vehicle location tracking device in cars otherwise the bus owners will have to pay a fine of rs 50 per day


এই সময়: বাসের ভাড়া-বৃদ্ধি, ১৫ বছরের পুরোনো বাস-মিনিবাস বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা-সহ মোট দশ দফা দাবিতে আজ, বুধবার রাজ্যের পরিবহণমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে চলেছে বেসরকারি যাত্রী পরিবহণ বাঁচাও কমিটি। সংগঠনের অন্যতম কর্মকর্তা তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকার তাঁদের দাবিদাওয়া না মানলে আগামী দিনে ধর্মঘট ডাকতে বাধ্য হবেন বেসরকারি বাস-মালিকরা।

SBSTC Bus : যাত্রী পরিষেবার সঙ্গে পরিবেশ রক্ষায় জোর! CNG চালিত সরকারি বাস এবার জেলায়
তাঁর প্রশ্ন, বাসের বডি থেকে থেকে দূষণ ছড়ায় না। তা হলে দূষণ নিয়ন্ত্রণে কেন ইঞ্জিন বদল না করে গোটা বাসই বদল করতে বলা হচ্ছে? করোনার সময়ে প্রায় দু’বছর রাস্তায় গাড়ি নামেনি। সে জন্যে গাড়ি বাতিলের সময়সীমা আরও দু’বছর বাড়ানোরও দাবি জানিয়েছেন বেসরকারি বাস-মালিকরা। একই সঙ্গে টোলট্যাক্স কমানোর জন্যেও সরকারের কাছে আর্জি জানাচ্ছেন তাঁরা।

WBTC Bus: নামমাত্র খরচে কলকাতা টু শিলিগুড়ি, এসি ভলভো পরিষেবা শুরু করল নিগম
এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, গাড়িতে ‘ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস’ বসাতে হবে। অন্যথায় রোজ ৫০ টাকা করে জরিমানা দিতে হবে বাস-মালিকদের। কাল, ১ জুন থেকেই সারা রাজ্যে এই নিয়ম কার্যকরী করা হতে পারে। তার জেরে নতুন করে আর্থিক বোঝা চাপতে চলেছে বাস-মালিকদের ঘাড়ে।

Transport Department West Bengal : ১৫ বছরের পুরোনো সব গাড়ি বাতিলের নির্দেশ সমস্ত দফতরকে
সরকারি সূত্রের বক্তব্য, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সব বাস ও মিনিবাসে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সেই মতো রাজ্যের সব সরকারি এবং বেসরকারি বাসে এই যন্ত্র বসানোর জন্যে অনেক আগেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য পরিবহণ দপ্তর।

Free Bus Travel: বাসে উঠলে দিতে হবে না ভাড়া, মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত সরকারের?
পরিবহণ দপ্তরের কর্তাদের দাবি, অধিকাংশ সরকারি বাসে ইতিমধ্যেই লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসে গিয়েছে। কিন্তু বেশির ভাগ বেসরকারি বাসে এখনও ওই ডিভাইস বসেনি। তপনের বক্তব্য, ‘এমনিতেই সরকার যাত্রীভাড়া না বাড়ানোয় বাস-মালিকরা প্রচুর লোকসানের মুখে পড়ছেন। এর পর বাসে লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসাতে গড়ে ছ’থেকে সাত হাজার টাকা খরচ। বাস-মালিকদের যা আর্থিক অবস্থা, তাতে এই খরচ বহন সম্ভব নয়। এর জন্যে সরকার অনুদান দিক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *