Kolkata Traffic: ঊর্ধ্বগামী পারদে ভ্যাপসা গরম, রাস্তায় বেরিয়ে ভোগান্তি এড়াতে জেনে নিন ট্রাফিকের হাল হকিকত – kolkata traffic update today 31 may here is the details of rally and demonstration in city


স্বস্তির বৃষ্টি শেষ হতেই শুরু ভ্যাপসা গরম। সকাল থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। এর মধ্যে রাস্তায় বেরিয়ে জ্যাম জটে নাভিশ্বাস উঠবে না তো? বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন কোন রাস্তায় গেলে পড়তে হতে পারে সমস্যায়। কী বলছে শহরের ট্রাফিক আপডেট?সপ্তাহের কর্মব্যস্ত তৃতীয় দিন। রাজ্য থেকে জাতীয় রাজনীতি উত্তাল একাধিক ইস্যুতে। কখনও কখনও রাজনৈতিক ময়দান কাঁপানো সে ঘটনার প্রভাব পড়ে তিলোত্তমার রাজপথে। কুস্তিগীরদের অসম্মানের প্রতিবাদে আজ শহরের রাজপথে রয়েছে শাসক দলের প্রতিবাদ মিছিল।

Weather Forecast : ফের ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে স্বস্তির বৃষ্টি?

গত রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন সেখানে বিক্ষোভ কর্মসূচিতে যাত্রা শুরু করতেই যন্তরমন্তরে আটক করা হয় কুস্তিগীরদের। কুস্তিগীর সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনেশ ফোগাট সহ দেশের জন্য পদক আনা কুস্তিগীরদের যেভাবে টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ প্রিজন ভ্যানে তোলা হয় তার প্রতিবাদে নিন্দা গোটা দেশে। টুইট করে কুস্তিগিরদের প্রতি এই আচরণের নিন্দা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কুস্তিগীরদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নামছে তৃণমূল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিলের কর্মসূচি রয়েছে শাসক দলের। এর ফলে বিকেলের দিকে ওই এলাকায় হতে পারে যানজট। সেসমসয় ওই এলাকা এড়িয়ে চলাই ভালো।

Digha Beach : চকোলেট খাইয়ে সচেতনতার বার্তা! দিঘা ট্রাফিক পুলিশের বাইক র‍্যালিতে বড় চমক

এছাড়া কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, তবে দুপুর ১১টা নাগাদ এটিএম রোড ও জওহরলাল নেহেরু রোডে একটি মিছিলের কথা রয়েছে। সেসময় ট্রাফিক সচল রাখতে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারেন।

Traffic Challan : হেলমেট পরে থাকলেও চালান কাটবে পুলিশ! কত টাকা জরিমানা হবে জানেন?

অন্যদিকে, বেলা বারোটায় আলিপুর কালীমন্দিরের কাছে গোপাল নগর মোড়ে অবস্থান বেলা ১২ টা নাগাদ একটি অবস্থানের কর্মসূচি রয়েছে। ওই রাস্তায় ওই সময় যেতে হলে সময় হাতে নিয়ে বেরনো ভালো। এখানেই শেষ নয়, এদিন বিকেল তিনটে নাগাদ কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং অবধি একটি মিছিলের কর্মসূচি রয়েছে। বিকেল তিনটে নাগাদ কলেজ স্ট্রিট থেকে মিছিল বেরিয়ে বউবাজার ক্রসিং, এনসি স্ট্রিট, আরএসএম স্কোয়ার, এসএন ব্যানার্জি রোড হয়ে পৌঁছবে ডোরিনা ক্রসিং। এর জেরে চাপ বাড়বে উত্তর ও মধ্য কলকাতায় যান চলাচলে।

Traffic Challan : হাওয়াই চটি বা চপ্পল পরে বাইক চালালে জরিমানা! কত টাকা চালান দিতে হয়?

এদিন সকালে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, এই মুহূর্তে শহরের সমস্ত জায়গাতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি। একইসঙ্গে শহরের রাস্তায় বেরিয়ে ট্রাফিক নিয়ে কোনও সমস্যায় পড়লে সেক্ষেত্রে 1073, 9830811111, 9830010000 নম্বরগুলিতে ফোন করে কলকাতা ট্রাফিকের সাহায্য চাওয়া যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *