Municipality Recruitment Scam West Bengal : দেদার দুর্নীতির অভিযোগ! বীরভূমের একাধিক পুরসভার নিয়োগের তথ্য তলব – urban development and municipal affairs has asked the various municipalities of birbhum district for detailed information on who has been appointed in the municipality since 2014


Birbhum News : ২০১২ ও ২০১৭ সালে পুরসভার চেয়ারম্যানদের নাম ও ২০১৪ সাল থেকে পুরসভায় কাদের কাদের নিয়োগ করা হয়েছে তার বিস্তারিত তথ্য এবার বীরভূম জেলার বিভিন্ন পুরসভার কাছে চেয়ে পাঠালো আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বা UD & MA। সূত্রের খবর, DLB-র মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর সহ একাধিক পুরসভার কাছে সেই চিঠি এসে পৌঁছেছে। এদিকে, সিউড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই সময়কালে ১৪ জন চাকরি পেয়েছিল উক্ত পুরসভায়।

Recruitment Scam : নিয়োগ নিয়ে তথ্য তালাশ সব পুরসভার কাছে
কিন্তু হঠাৎ করে নিয়োগের তথ্য ও প্রাক্তন চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারদের নাম চেয়ে পাঠানো নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ পুরসভায় নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের জন্যই কি তথ্য নেওয়া দফতরের? এমনই জল্পনা তুঙ্গে।

Cooch Behar Municipality : বাড়ি-ফ্ল্যাট তৈরিতে প্ল্যান পাসে ঝক্কির দিন শেষ! বিশেষ কমিটি গঠন পুরসভার
প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রের নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরসভার নিয়োগে দুর্নীতির খোঁজ পাওয়া যায়। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে ED। সেই তদন্তের আওতায় এবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরকে ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি পাঠানো হয়।

Kolkata Municipal Corporation : একই প্রকল্পের জন্য কলকাতা পুরসভায় একাধিক টেন্ডার নয়
আর তারপরেই বীরভূম জেলার সব পুরসভার কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে UD & MA। নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, ২০১৪ সাল থেকে এই পুরসভাগুলিতে কোন পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে। কোন কোন আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি এই নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন তাও জানতে চাওয়া হয়েছে।

Kolkata Parking Fees : পার্কিং ফি নিয়ে নবান্নের দ্বারস্থ পুরসভা
টেন্ডারের মাধ্যমে কোন সংস্থাকে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল তাও জানতে চাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কারা চাকরি পেয়েছেন সেই তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই সমস্ত তথ্য পাওয়া গেলে, তারপর তা অয়ন শীলের ফ্ল্যাট থেকে পাওয়া নথিপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

Kolkata Municipal Corporation : ১০০ দিনের কাজে মজুরি মেটাতে দেরি কলকাতা পুরসভার
শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে ও একটি ফ্ল্যাটে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। দাবি করা হয়, শুধু শিক্ষক নিয়োগ নয়, পুরসভাতেও বেআইনি নিয়োগ চক্র রয়েছে শান্তনুদের। অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার হওয়া তথ্য অনুযায়ী রাজ্যজুড়ে ৭০টি পুরসভায় বেআইনি নিয়োগের তথ্য পাওয়া গিয়েছে বলে জানা যায়।

অয়নের কাছ থেকে বহু বিশেষ সুবিধা ভোগ করতেন প্রভাবশালীরা। আর তার বিনিময়ে তিনি বিভিন্ন পুরসভা ও পুর নিগমের কাজের বরাত পেতেন। আর সেই কারণেই এবার খোদ পুরসভাগুলি থেকে তথ্য চেয়ে পাঠানো হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *