North 24 Parganas News : ‘লাল ও সাদা দুটো ডায়েরি তৈরি হচ্ছে…’, পুলিশকে চরম হুঁশিয়ারি BJP বিধায়কের – bharatiya janata party leader ashoke kirtaniya gave controversial statement against gaighata police


একটি লাল ডায়েরি, একটি সাদা। দুটি ডায়েরি তৈরি করে রাখছে বিজেপি। রাজ্যে পালাবদলের পর সেই ডায়েরি কাজে লাগানো হবে। পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার। গাইঘাটা থানার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়ে বিজেপির বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়ে পুলিশের উদ্দেশ্যে এ কথা বলেন বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া।

Uttar 24 Pargana : জল প্রকল্পের কাজ চলাকালীন ঠিকা কর্মী সেজে পাইপ চুরি! গোপালনগর থেকে গ্রেফতার ৪
ডায়েরি নিয়ে বিধায়কের ব্যাখ্যা, যারা তৃণমূল হয়ে কাজ করবে তাদের নাম লাল কালিতে লেখা থাকবে। আর যারা সঠিকভাবে কাজ করবে তাদের নাম সাদা ডাইরিতে লেখা থাকবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া পুলিশের উদ্দেশ্যে বলেন, “জেনে রাখুন বিজেপি আগামীতে ক্ষমতায় আসবে। আপনারা সেদিন যেখানেই থাকুন না কেন, বিজেপি কর্মী ও নেতারা দুটি ডায়েরি তৈরি করছে। একটা লাল ডায়েরি একটা সাদা ডায়েরী। আগামীতে সেটা কাজে লাগবে তাই আপনারা আইনটাকে সঠিকভাবে ব্যবহার করুন৷

North 24 Parganas News : ১ কোটি টাকার হেরোইন উদ্ধার বসিরহাটে, STF-এর জালে ২ পাচারকারী
বুধবার গাইঘাটা থানার গেটে বিজেপি পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ গাইঘাটার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা হাতে পোস্টার নিয়ে থানার গেটের সামনে হাজির হয়েছে।
কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার,বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রামপদ দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।

North 24 Parganas News : নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ বনগাঁয়, পলাতক অভিযুক্ত স্থানীয় BJP নেতা
বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গ্রাম পদদাস বলেন “বিজেপি কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করছে পুলিশ, মদ জুয়া সাট্টার কারবার চলছে রম রমিয়ে, তার প্রতিবাদে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার দাবিতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ,অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।১০ দফা দাবি নিয়ে থানায় স্মারকলিপি জমা দেয়া হয় ৷

Basirhat News: পুকুর ভরাট! বেআইনি নির্মাণ! চালু হেল্পলাইন!

বিধায়ক স্বপন মজুমদার বলেন ‘কালীঘাটের কাকু’ সিবিআই কাস্টডিতে গিয়েছে। এই থানার মধ্যে টিএমসির একটি দালাল চক্র কাজ করে। এরা পক্ষপাতিত্ব করে বিজেপি কর্যকর্তা কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। পরে সমঝোতা করে মোটা টাকা কামানোর চেষ্টা করে৷”
বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে এদিন থানা সংলগ্ন অঞ্চলে উত্তেজনা ছিল। তবে বিজেপির এই মন্তব্যকে ভালো চোখে দেখছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে, বলে মত জেলার তৃণমূল নেতৃত্বের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *