মিঠাইয়ের (Mithai Serial) প্রথম পর্ব সামনে আসে ২০২১ সালের জানুয়ারি মাসে। দু’বছরেরও বেশি সময় ধরে মানুষের মনে রাজত্ব করেছে এই ধারাবাহিক। মিঠাই আর উচ্ছেবাবুর ফ্যানের সংখ্যা গুনে শেষ করা যায় না। কিছু সিরিয়ালের কিছু চরিত্র থেকে যায় চিরন্তন হয়ে। তেমনই হয়তো মানুষের মনে বহুদিন থেকে যাবে মিঠাই। বিদায়বেলায় মনের কথা বললেন ‘মিঠাই’ সৌমিতৃষা। দেখুন সেই ভিডিয়ো (Entertainment Video)।