Udayan Guha to Nistith Pramanik : গাঁজা পাচারকারীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি! উদয়নের অভিযোগ ঘিরে বিতর্ক – udayan guha shares nisith pramanik picture with drug smuggler caught from siliguri


গাঁজা পাচারকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি এক ফ্রেমে। এরকমই একটি ছবি সোশ্যাল মাধ্যমে দিয়ে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সমালোচনায় সরব বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলায়।

Sukanta Majumdar : ‘আগে তৃণমূল বলত, এখন সিবিআই বলে খেলা হবে…’, খোঁচা সুকান্তর
মঙ্গলবার শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে অ্যাম্বুল্যান্সের ভেতরে থাকা কফিনের মধ্যে থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করে এসটিএফ আধিকারিকরা। ঘটনায় এক মহিলা ও তিনজন পুরুষসহ মোট চারজন পাচারকারীকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে অ্যাম্বুলেন্স চালক সমীর দাসের ছবি (ছবির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) সোশাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের।

NJP to Guwahati Vande Bharat Express : ‘কথা রেখেছি…’, বন্দে ভারত কোচবিহারে থামতেই বার্তা নিশীথের
মঙ্গলবার রাতে উদয়ন গুহ সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, “স্যার মন খারাপ করবেন না, ব্যবসায় লাভ ক্ষতি আছে, একবার ধরা পড়েছে গাঁজা, বারবার পড়বে না”। যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কোনও প্রতিক্রিয়া দেননি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অভিযোগ, এখানে যে সাংসদের ডেরা সেটা সমাজবিরোধীদের আশ্রয়স্থল। অপরাধীরা অপরাধ করে সেখানে আশ্রয় নেয়। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Udayan Guha :‘কুয়োর ব্যাঙ ভেটাগুড়িতেই আবদ্ধ থাকবেন…’, নিশীথকে চরম কটাক্ষ উদয়নের
বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক একজন পাবলিক ফিগার। বিভিন্ন সময়ে অনেকেই তার সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় ছেড়ে দেয়। আর সেই পোস্ট নিয়ে উদয়ন বাবুরা সমালোচনা না করে তৃণমূলের যেসমস্ত নেতারা দুর্নীতির দায়ে ধরা পড়েছে তাদের ছবি পোস্ট করলে ভালো হয়।”
প্রসঙ্গত, মঙ্গলবার শিলিগুড়ি ফুলবাড়ি এলাকায় একটি অ্যাম্বুল্যান্স গাড়ি আটক করে এসটিএফ আধিকারিকরা। অ্যাম্বুল্যান্স গাড়ির ভেতর ছিল একটি শায়িত কফিন। তার উপরে দেওয়া ছিল একটি সাদা রংয়ের ফুলের মালা। গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালানো হয়।

Udayan Guha: মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তারি, এবার জ্যোতি বসুর ‘দুর্নীতি’

তল্লাশি চালাতেই কফিনের ভেতর থেকে বেরিয়ে আসে কেজি কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায় ত্রিপুরা থেকে আসাম ও পশ্চিমবঙ্গ হয়ে বিহারে গাঁজা পাচার করার ছক ছিল পাচারকারীদের। ঘটনায় সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক, সরস্বতী দাস নামে চারজন গাঁজা পাচারকারীকে গ্রেফতার করা হয়। এই পাচারকারীদের সঙ্গে বড় কোনও চক্রের যোগ আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *