WB Madhyamik Result 2023 : পড়ছে সন্তান-লড়ছেন মা, তাঁদেরই কুর্নিশ – baguiati book fair committee initiative to felicitate those who are distressed but have done well in madhyamik


শ্যামগোপাল রায়
বাড়িতে ভাজা মুড়ি প্যাকেটবন্দি হয়ে পৌঁছয় বাজারে। কেষ্টপুরের মালতী মজুমদারের এই ব্যবসায় চলে সংসার। চলে ছেলের পড়াশোনা। সেই ছেলেই উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর পেয়েছে। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে সংসারের খরচ জোগান রাজারহাটের সীমা মণ্ডল। মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া সীমার মেয়েকে নিয়েও এখন পরিচিতদের মধ্যে চলে আলোচনা।

Mamata Banerjee : মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী, জুনেই বিশেষ অনুষ্ঠান
কিন্তু কৃতী এই সন্তানদের মায়েরাই বা কম কীসে! এঁদের সম্মান দিতে উদ্যোগী বাগুইআটি বইমেলা কমিটি। এমন ২৫ জন মা-কে সংবর্ধনা দেবে তারা। এঁরা সকলেই রাজারহাট-গোপালপুর বিধাননসভা এলাকার বাসিন্দা। সন্তানরা সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য ফল করেছে। ওই অনুষ্ঠানের নাম- ‘এমন বন্ধু আর কে আছ’।

HS Result 2023: ছেলের সঙ্গেই মাধ্যমিক পরীক্ষা, নম্বরে টেক্কা মায়ের! মন ভালো নেই লতিকা
অনুষ্ঠানের কথা শুনে বেজায় খুশি সীমা। বয়সের জেরে অর্ধেক বাড়িতে কাজ ছেড়ে দিয়েছেন। কমেছে আয়ও। তাঁর কথায়, ‘১৫ বছর ধরে লড়াই করছি মেয়েটার জন্য। এমন অনুষ্ঠান আরও অনেক মাকে লড়াইয়ের শক্তি জোগাবে।’ সীমার মেয়ের দিশা বলে, ‘ছাত্রছাত্রীদের জন্য তো সকলেই অনুষ্ঠান করে। কিন্তু এখন মায়েদের লড়াইকেও স্বীকৃতি জানানো প্রয়োজন।’ সংস্থা জানাচ্ছে, তাদের একটা অ্যাম্বুল্যান্স রয়েছে। তার ভাড়ার টাকা এবং কিছু মানুষের সাহায্যেই এই অনুষ্ঠান।

WB Uccha Madhyamik Result 2023 : টিউশন শিক্ষকরা বেতন নিতেন না, কৃষক পরিবারের ছেলে আব্দুল উচ্চমাধ্যমিকে দশম
বাগুইআটির জোড়ামন্দির এলাকার বাসিন্দা অর্চনা দত্ত স্বামীর মৃত্যুর পরই সংসার চালাতে সেলাইকে পেশা হিসেবে বেছে নেন। ছেলে সুজয় রসায়নে স্নাতকোত্তর করছেন। তাঁকেও পুরস্কৃত করবে বাগুইআটির ওই সংস্থা। অর্চনা চান, ছেলেটা মানুষ হোক। বলছেন, ‘অনেক কষ্ট করে ওকে পড়াচ্ছি। চোখে ঠিকমতো দেখতে পাই না। তবে ছেলে যতদূর চায়, আমি পড়াব।’

WB Uccha Madhyamik Result 2023 Alipurduar : মায়ের উদয়-অস্ত লড়াই, দারিদ্রতাকে জয় করে পিতৃহীনা মল্লিকা উচ্চমাধ্যমিকে দশম
সংস্থার তরফে কাবু বাগুই বলেন, ‘কৃত্রী ছাত্রছাত্রীদের সাফল্যে মায়ের অবদান কম নয়। কিন্তু সেই মায়েরা অনেক ক্ষেত্রে স্বীকৃতি পান না। এই ভাবনা থেকেই আমরা মায়েদের লড়াইকে কুর্নিশ জানানোর সিদ্ধান্ত নিই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *