সরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানোর ঘটনায় জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন বাবদ ইসলামপুরের বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মধ্যে বিবাদ চরমে উঠেছিল। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের নবজোয়ার যাত্রায় গরহাজিরও ছিলেন বিধায়ক। বিধায়কের এই ভূমিকা অভিষেক বন্দোপাধ্যায়ের নজরে আসার পর দলের নেতাদের মধ্যে বিবাদ মিটিয়ে নেবার নির্দেশ দিয়েছিলেন।অভিষেক বন্দোপাধ্যায়ের সেই নির্দেশের পর নামকা ওয়স্তে বিধায়কের বাড়িতে গিয়েছিলেন জেলা সভাপতি বলে অভিযোগ বিধায়কের।
আবদুল করিম চৌধুরী জানান, জেলা সভাপতির উপর তিনি বেশ কিছু শর্ত আরোপ করেছিলেন। বিধায়কের সেই শর্তের মান্যতা দেওয়া জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কঠিন কাজ হয়ে দাঁড়ায় বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিবাদ এবারে প্রশাসনের কাজেও প্রভাব পড়ল। বুধবার বিধায়ককে বাইরে রেখেই ইসলামপুর স্টেডিয়ামের উদ্বোধন হল।
মহকুমা প্রশাসনের এ হেন ভূমিকায় ক্ষুব্ধ বিধায়ক আবদুল করিম চৌধুরী। তিনি জানান, ”মহকুমা শাসক একজন আই এ এস অফিসার। উন্নয়নের কথা বললেই তিনি আইন দেখান।” সরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানো কোন আইনে আছে তা নিয়ে মহকুমা শাসককে প্রশ্ন করেন তিনি। তার আরও অভিযোগ, চক্রান্ত করেই সরকারি অনুষ্ঠানে তাকে ব্রাত্য রাখা হয়েছে। অন্যদিকে, ইসলামপুরের মহকুমা শাসক মহঃ আবদুল শাহিদ বলেন, এর উদ্বোধন আগেই হয়েছিল, আজ একটি মাত্র ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এরপর বড় কোনও টুর্নামেন্ট হলে সবাইকে আমন্ত্রণ জানিয়েই করা হবে।