Abdul Karim Chowdhury: নবজোয়ারে গরহাজিরা, এবার সরকারি অনুষ্ঠানেও ব্রাত্য ইসলামপুরের বিধায়ক – abdul karim chowdhury ishlampur tmc mla complains that he is not getting invitation of government


ইসলামপুরে তুঙ্গে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। নির্দেশ সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে গরহাজিরার পর এবার সরকারি অনুষ্ঠানেও ইসলামপুরের বিধায়ককে ব্রাত্য করে দেওয়ায় অভিযোগ। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ বিধায়ক আবদুল করিম চৌধুরী। বিধায়কের অভিযোগ, সরকারি অনুষ্ঠানে তাকে ব্রাত্য রেখে শুধুমাত্র ইসলামপুর পুরসভার পুরপিতাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইসলামপুরের মহকুমা শাসক মহঃ আবদুল শাহিদ জানিয়েছেন, “এর উদ্বোধন আগেই হয়েছিল, আজ একটি মাত্র ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এরপর বড় কোনও টুর্নামেন্ট হলে সবাইকে আমন্ত্রণ জানিয়েই করা হবে।”উল্লেখ্য, বুধবার ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর মহকুমা স্টেডিয়ামে এক ফুটবল খেলার উদ্বোধন হয়। মহকুমা প্রশাসনেরর তরফ থেকে এই অনুষ্ঠানের আমন্ত্রিত ছিল উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার, ইসলামপুর পুরসভার পুরপিতা, ইসলামপুরের বিডিও, মহকুমা যুব আধিকারিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিকদের আমন্ত্রণ জানানো হলেও ইসলামপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরীকে আমন্ত্রণই জানায়নি মহকুমা প্রশাসন।

Alipurduar News : পচা-বাসি খাবার দেদার বিকোচ্ছে হোটেলে, বিক্রেতার সামনেই সব রাস্তায় ছুঁড়লেন মহকুমা শাসক

সরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানোর ঘটনায় জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন বাবদ ইসলামপুরের বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মধ্যে বিবাদ চরমে উঠেছিল। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের নবজোয়ার যাত্রায় গরহাজিরও ছিলেন বিধায়ক। বিধায়কের এই ভূমিকা অভিষেক বন্দোপাধ্যায়ের নজরে আসার পর দলের নেতাদের মধ্যে বিবাদ মিটিয়ে নেবার নির্দেশ দিয়েছিলেন।অভিষেক বন্দোপাধ্যায়ের সেই নির্দেশের পর নামকা ওয়স্তে বিধায়কের বাড়িতে গিয়েছিলেন জেলা সভাপতি বলে অভিযোগ বিধায়কের।

Uttar Dinajpur : ইসলামপুরে দাড়িভিট কাণ্ডে তদন্তে NIA, ঘুরে দেখলেন গোটা এলাকা

আবদুল করিম চৌধুরী জানান, জেলা সভাপতির উপর তিনি বেশ কিছু শর্ত আরোপ করেছিলেন। বিধায়কের সেই শর্তের মান্যতা দেওয়া জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কঠিন কাজ হয়ে দাঁড়ায় বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিবাদ এবারে প্রশাসনের কাজেও প্রভাব পড়ল। বুধবার বিধায়ককে বাইরে রেখেই ইসলামপুর স্টেডিয়ামের উদ্বোধন হল।

Paschim Medinipur News : ঝাঁপ দিয়ে অভিষেকের কনভয় আটকে কথা বলার চেষ্টা, ঘাটালে সাসপেন্ড TMC নেতা

মহকুমা প্রশাসনের এ হেন ভূমিকায় ক্ষুব্ধ বিধায়ক আবদুল করিম চৌধুরী। তিনি জানান, ”মহকুমা শাসক একজন আই এ এস অফিসার। উন্নয়নের কথা বললেই তিনি আইন দেখান।” সরকারি অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ না জানানো কোন আইনে আছে তা নিয়ে মহকুমা শাসককে প্রশ্ন করেন তিনি। তার আরও অভিযোগ, চক্রান্ত করেই সরকারি অনুষ্ঠানে তাকে ব্রাত্য রাখা হয়েছে। অন্যদিকে, ইসলামপুরের মহকুমা শাসক মহঃ আবদুল শাহিদ বলেন, এর উদ্বোধন আগেই হয়েছিল, আজ একটি মাত্র ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এরপর বড় কোনও টুর্নামেন্ট হলে সবাইকে আমন্ত্রণ জানিয়েই করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *