Abhishek Banerjee : ফের শিরোনামে নন্দীগ্রাম! শুভেন্দু গড়ে পায়ে হেঁটেই অভিষেকের নব জোয়ার – abhishek banerjee nabo joyar campaign will held in nandigram


Suvendu Adhikari : চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শুরু হওয়ার পর আজ বৃহস্পতিবারই মূলত টানটান উত্তেজনাময় দিন দেখতে চলেছে রাজ্য রাজনীতি। কারণ, আজই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নব জোয়ার যাত্রা নিয়ে প্রবেশ করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে। নন্দীগ্রাম। এই নন্দীগ্রামের হাত ধরেই ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে। ৩৪ বছরের বামেদের হটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলেও এখন নন্দীগ্রামের ক্ষমতায় শুভেন্দু অধিকারী।

Abhishek Banerjee : অধিকারী বাড়ির ৫০০ মিটারের মধ্যেই রাত্রি যাপন! আজ শুভেন্দু গড়ে অভিষেকের নব জোয়ার
কারন নন্দীগ্রাম বিধানসভায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ফলে নন্দীগ্রাম রাজ্য রাজনীতিতে বিশেষ স্থান করে নিয়েছে এখন। সেই নন্দীগ্রামে আজ সারাদিন শুভেন্দুর বিধানসভায় নব জোয়ার কর্মসূচি নিয়ে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee : পাখির চোখ কাঁথি! অধিকারী গড়ে দিনভর ঠাসা কর্মসূচিতে অভিষেকের নব জোয়ার
পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার দু’দিনের নব জোয়ার কর্মসূচি শেষ করে আজ থেকে তমলুক সাংগঠনিক জেলার নন্দীগ্রামে তৃতীয় দিনের নব জোয়ার কর্মসূচি পালন করবেন তিনি। চন্ডিপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহন করবেন। পাশাপাশি নন্দীগ্রামের শহীদ পরিবারদের সঙ্গে দেখা করবেন এবং রাতে নন্দীগ্রাম সীতানন্দ কলেজ মাঠে রাত্রি যাপন করবেন।

Abhishek Banerjee : ‘বুক চিতিয়ে লড়ুন, পঞ্চায়েত ভোটে এখানে থাকব…’, শুভেন্দুর গড়ে হুঙ্কার অভিষেকের
অর্থাৎ প্রায় সারাদিন শুভেন্দুর বিধানসভায় থাকছেন অভিষেক। আর রাজ্য রাজনীতিতে তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, “আজ নন্দীগ্রামে জন জোয়ার দেখবেন সারা রাজ্যের মানুষ। নন্দীগ্রামের জনতা বুঝিয়ে দেবেন, যতই ছল চাতুরি করে এখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করুক, মানুষ আসলে তৃণমূলের সঙ্গেই রয়েছেন।

Suvendu Adhikari : ‘কে উনি? রোজ ১ কোটি খরচ হচ্ছে’, অভিষেকের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক শুভেন্দু
এখানকার তৃণমূল নেতা কর্মীরা তৈরি রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বেশ অনেকদিন পরে নন্দীগ্রামের মাটিতে পা রাখছেন। এই কর্মসূচি খুব ভালোভাবে সফল হবে”। আজ দীর্ঘ ২০ কিলোমিটারের পদযাত্রা করবেন তিনি। তাই আজ নন্দীগ্রাম হয়ে উঠবে সকলের চর্চার বিষয়। এখান থেকেই BJP-র বিরুদ্ধে অভিষেক গর্জে উঠবেন বলে সূত্রের খবর।

চণ্ডীপুর ক্রিকেট গ্রাউন্ড থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা হবে। দীর্ঘ কুড়ি কিলোমিটার এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার মোড়ে মোড়ে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। জেনে নেবেন তাঁদের সমস্যার কথা। এই দীর্ঘ পথ পুরোটাই হেঁটে যাবেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *