Bankura News : তোলা চেয়ে আগ্নেয়াস্ত্র হাতে বালি খাদানে হুজ্জুতি! গ্রেফতার বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক – bankura bjp mla close aide and personal assistant bikash ghorui arrested for extortion


বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এর মধ্যেই অস্ত্র নিয়ে বালি খাদানে গুণ্ডাগিরি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগে বাঁকুড়াতে বিকাশ ঘোড়ুই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। ওই ব্যক্তি কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে।

বুধবার গ্রেফতারের পর ধৃত বিকাশের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তে অগ্রগতির স্বার্থে পুলিশ তাকে আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেও খবর পাওয়া যাচ্ছে।

Kurmi Protest: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ফের গ্রেফতার, ধৃত বিজেপি নেতা
স্থানীয় সূত্রে খবর, এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত বিকাশ। এলাকাবাসীরদের দাবি, ধৃত ব্যক্তি কোতলপুরের বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক। এমনকী কোতুলপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বেও সে রয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি নেতৃত্বের অভিযোগ, বিজেপি বিধায়কের এই আপ্ত সহায়ক দিনেরাতে এলাকায় বন্দুক নিয়ে ঘোরাফেরা করে। ইন্দাসেরই একটি বালি খাদানে বিধায়কের নাম করে তোলা তুলতে গেলে মালিক টাকা দিতে অস্বীকার করেন। টাকা না পেয়ে খাদান মালিককে হুমকি ও বালি খাদানের বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করার অভিযোগ রয়েছে ধৃত বিকাশের বিরুদ্ধে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Tripura BJP : দলের কর্মীকে হেনস্থা করার অভিযোগ, ত্রিপুরায় গ্রেফতার BJP নেতা
যদিও তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাদের দলের কর্মীকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা বলেন, ‘অবৈধ বালি খাদান বন্ধের দাবি জানিয়েছিলেন আমাদের দলের কর্মী। এই দাবি জানানোর কারণে তৃণমূলের সহযোগিতায় পুলিশ অস্ত্র আইনে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করেছে। এই গ্রেফাতারের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এই পথ অবলম্বন করেও বিজেপিকে রোখা যাবেনা।’

Trinamool Congress : ক্লাব দখলকে ঘিরে অশান্তি বাঁধানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে! পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
অন্যদিকে ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন, ‘ধৃত ব্যক্তি কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্ত সহায়ক হিসেবেই এলাকায় পরিচিত। সব সময়ই সে নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। বিধায়কের নাম করে ইন্দাসের একটি বালি খাদানে তোলা তুলতে গিয়েছিল। মালিক টাকা দিতে অস্বীকার করায় তাঁকে হুমকি দেওয়া হয় ও বালি খাদানের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। সেই কারণেই পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এর পিছনে কোনও রাজনীতি নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *