Job Scam : ভুয়ো নিয়োগপত্র, প্রার্থীর সিভি বিক্রি করেও প্রতারণা! ধৃত পুলিশ-পুত্র – the son of a retired sub inspector of calcutta police cheated the daughter of an assistant commissioner of police on the pretext of a job in a private bank


এই সময়: বেসরকারি ব্যাঙ্কে চাকরি পাওয়ার আশায় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এসি পদমর্যাদার অফিসারের মেয়ে ইপ্সিতা ভট্টাচার্য ভরসা করেছিলেন তন্ময় সিং নামে এক যুবকের উপর। তন্ময়ের বাবা আবার কলকাতা পুলিশেরই অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। ইপ্সিতার জন্য চাকরির নিয়োগপত্রের ব্যবস্থা করে দেন তন্ময়। যদিও সেই নিয়োগপত্র নিয়ে কর্মস্থলে গিয়ে তিনি বুঝতে পারেন, প্রতারণার ফাঁদে পড়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তন্ময়কে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

Job Scam : ভুয়ো চাকরির ওয়েবসাইট, প্রতারিত ১৩ জন
পুলিশ সূত্রের খবর, তন্ময়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইপ্সিতার। একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তন্ময়। শর্ত হিসাবে চাকরি পাওয়ার আগেই ইপ্সিতার সম্ভাব্য তিন মাসের বেতন বাবদ ১ লক্ষ ২২ হাজার টাকা ধাপে ধাপে নিয়েছিলেন তন্ময়। বদলে দেওয়া হয়েছিল একটি নিয়োগপত্র। সেখানে ইপ্সিতার বেতন লেখাও ছিল। তবে ব্যাঙ্কে সেই নিয়োগপত্র নিয়ে গিয়ে ওই তরুণী জানতে পারেন, তিনি আসলে প্রতারণার শিকার। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ইপ্সিতা।

Kolkata Work From Home Fraud : ওয়ার্ক ফ্রম হোমের নাম ৭ লাখ গায়েব! অভিনব প্রতারণার শিকার কলকাতার যুবতী
এরপর থেকে গা ঢাকা দিয়েছিলেন তন্ময়। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বুধবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৯ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনার তদন্তে নেমে গত শুক্রবার রাতে রানাঘাট থেকে ঋষভ বাচ্ছার ও মিলয় দে নামে দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের জেরা করেই তন্ময়ের বিষয়ে তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

Bidhannagar Police : সোম-শুক্রে চাকরি, উইকেন্ডে পকেটমারি! সিটি সেন্টার থেকে ধৃত ৩ ‘শখের চোর’
তদন্তকারীদের দাবি, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত একটি জব সাইটে চাকরি করেছেন তন্ময়। ওই চাকরির সুবাদেই প্রচুর বেকার যুবক-যুবতীর বায়োডেটা সংগ্রহ করে তাঁদের চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তন্ময়। এমনকি প্রতারকদের কাছে বেশকিছু তরুণ-তরুণীর বায়োডেটা তন্ময় বিক্রিও করেছিলেন বলে দাবি পুলিশের। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *