Kaushik Sen Actor: রাজ্য সরকার প্রদত্ত সাম্মানিক শিশু চিকিৎসায় দান কৌশিক সেনের, সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেতা – kaushik sen donate his girish award prize money to institute of child health here is the reason


গিরিশ পুরস্কারপ্রাপ্ত নাট্যকার কৌশিক সেন তাঁর সাম্মানিক হিসেবে রাজ্য সরকার প্রদত্ত অর্থের সবটাই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ দান করলেন। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে থিয়েটারে তাঁর অবদানের জন্য চলতি বছরই কৌশিক সেনকে গিরিশ পুরস্কারে সম্মানিত করে রাজ্য সরকার। পুরস্কার প্রাপ্তির পরই অভিনেতা-নাট্যকার জানিয়েছিলেন, এই পুরস্কার অর্থ তিনি শিশুদের কিডনির ট্রিটমেন্টের কাজের জন্য ডাঃ অপূর্ব ঘোষের কাছে পৌঁছে দিতে চান।

রাজ্য সরকারের প্রদত্ত সাম্মানিক দান করে দেওয়ার সিদ্ধান্তের পিছনে রয়েছে কয়েকটি কারণ। এই প্রসঙ্গে এই সময় ডিজিটালকে তিনি জানান, ”এতদিন মঞ্চে কাটানোর পর এই পুরস্কারটি আমার কাছে খুবই সম্মানের, কিন্তু এই সাম্মানিক অর্থটি আমার কাছে প্রয়োজনীয় নয়। আমার উচিত এই সম্মানের পরিবর্তে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। কোভিড আমাদের শিখিয়ে গিয়েছে একা একা বাঁচা সম্ভব নয়। তাই ঋদ্ধি আর রেশমীর সঙ্গে কথা বলেই সাম্মানিকটি শিশুদের কিডনির চিকিৎসায় খরচ করার কথা ভেবেছি।”

Rooqma Ray : ‘দিদি বাইকে উঠুন…’, মাচা শোতে যাওয়ার পথেও ভয়ংকর অভিজ্ঞতা রুকমার

Godhuli Alap Serial: ‘এই বয়সটা খুবই ইন্টারেস্টিং… নতুন করে আসক্তি জন্মায়’, কীসের ইঙ্গিত দিলেন কৌশিক

এছাড়াও সাম্মানিকের অর্থ শিশুদের কিডনির চিকিৎসায় দেওয়ার পদক্ষেপের পিছনে রয়েছে হারানোর যন্ত্রণাও। এই সময় ডিজিটালকে কৌশিক সেন বলেন, ”আমার বাবা কিডনি অসুখে মারা যান। আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ দেখেছি কত ছোট ছোট শিশুদের ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনির চিকিৎসা চলছে। অনেকদিন ধরেই ভাবছিলাম ওদের জন্য কিছু করার কথা সেখান থেকেই এই সিদ্ধান্ত।”

Georgi Gospodinov : প্রথম বুলগেরিয়ান লেখক হিসেবে নজির, বুকার পুরস্কারে ভূষিত জর্জি গোসপোদিনভ

সরকার বিরোধী, বাম ঘেঁষা নাট্যকারের রাজ্য সরকার প্রদত্ত সাম্মানিক দানের পদক্ষেপের মধ্যে অনেকেই প্রতিবাদের স্বর খুঁজছেন। সে বিষয়ে অভিনেতাকে প্রশ্ন করতেই তিনি জল্পনা উড়িয়ে স্পষ্ট ভাষায় জানান, ”সরকারের কিছু নীতির আমি বিরোধী হলেও সব বিষয়ে প্রতিবাদ খুঁজতে যাবেন না। এতে কোনও প্রতিবাদের ব্যাপার নেই। তবে তৃণমূল কর্মীদের গুণ্ডামিতে যে দুজন নাট্যকার হেনস্থার মুখে পড়েছিলেন। সে বিষয়টি নিয়ে খুব হইচইও হয়েছিল। আমি ঋদ্ধিও প্রতিবাদ করেছিলাম। তখনই ঠিক করেছিলাম এই সব গুণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই মানুষ দুজনের জন্য কিছু করব। স্বপ্নসন্ধানীর ৩০ বছর পূর্তি উপলক্ষে ওদের সম্মানিত করেছি।”

Florence Nightingale Award : নাইটিঙ্গল পাচ্ছেন কর্তব্যে অবিচল অবিস্মিতা

Actor Kaushik Sen : ‘থিয়েটার করে খাওয়া জুটলে টালিগঞ্জেই ঢুকতাম না’, মন্তব্য অভিনেতা কৌশিক সেনের

একইসঙ্গে এই প্রসঙ্গে হ্যামলেট নাটকের নির্দেশক এবছরের পুরস্কারের একটি প্যাটার্ন তুলে ধরেন। তিনি বলেন, ”থিয়েটার হবে মুক্তমনা। এই মঞ্চে রাজনীতির বিষ যেন না ঢোকে। এবছর আমি গিরিশ পুরস্কার পেয়েছি, দীনবন্ধু পুরস্কার পেয়েছেন থিয়েটার ওয়ার্ক শপের অশোক মুখোপাধ্যায় ও শুভদীপ গুহ। লক্ষ্য করার মতো বিষয় আমরা তিন জনেই সরকার বিরোধী, বামঘেঁষা বলেই পরিচিত। এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয়েছে হয়তো সরকার দেরি হলেও বুঝেছে এবার এই মোটা দাগের রাজনীতির থেকে এই সংস্কৃতির মঞ্চকে বাঁচানো উচিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *