Manoj Tiwary : ‘সকলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে…’, পোস্টারকাণ্ডে মুখ খুললেন মন্ত্রী – state minister manoj tiwary opens his mouth on poster incident


Trinamool Congress : একদিন আগেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল গেটে শিবপুরের বিধায়ক তথা মনোজ তিওয়ারির বিরুদ্ধে পড়েছিল পোস্টার। তাঁর বিরুদ্ধে পোস্টার নিয়ে এবারে মুখ খুললেন মন্ত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় হাওড়া দাসনগরে এক কর্মীসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমার কাছেও খবর এসেছে, ছবি এসেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার CCTV। কিছুদিনের মধ্যেই জানা যাবে কে বা কারা এই কাজ করেছে। তাঁদের সকলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি ভেবে থাকে এই কাজ করে তাঁরা মজায় বাড়িতে বসে থাকবে বা তাঁদের কেউ বাঁচিয়ে নেবে তাহলে সেই ধারণা ভুল।

Manoj Tiwary : ফের বিপাকে মনোজ, বেআইনি কাজের প্রাইস লিস্ট! মন্ত্রীর নামে পোস্টার হাওড়া পুরসভায়
কাউকে বাড়িতে বসে থাকতে দেব না। তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে”। তিনি আরও বলেন, “প্রশাসন সম্পূর্ণ বিষয়টিতে নজর রেখেছে। আমার কাছেও সেই সব তথ্য আছে। প্রমাণ হলে তাঁদের জেলে যেতে হবে। আগামীদিনে সবটাই সবার সামনে আসবে”।

প্রসঙ্গত উল্লেখ্য, বাড়ি থেকে উচ্ছেদ করলে দশ লাখ টাকা, জমি দখল করলে তিরিশ লাখ টাকা, একশো দিনের কাজ দিলে দু’হাজার টাকা এমনকী প্রেমিকাকে বাড়ি থেকে তুললে ৫০ লাখ টাকা। মঙ্গলবার রাতে হাওড়া পুরসভার গেটের বাইরে শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির বিরুদ্ধে বেআইনি কাজের হিসাব দিয়ে এই ভাবেই ব্যানার পড়েছিল।

Manoj Tiwary MLA : ‘কোনও মন্ত্রী-নেতা যেন আমার এলাকায় নাক না গলায়’, মনোজের নিশানায় অরূপ?
সারাদিন মন্ত্রীকে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু সন্ধ্যেবেলা কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে BJP রাজ্য সম্পাদক উমেশ রায়ের বক্তব্য, “তৃণমূলের সমস্ত নেতারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা বহু আগে থেকেই বলে আসছি।

Manoj Tiwary : ‘যা দিচ্ছি তা নিয়ে কারখানা ছেড়ে দে!’ খোদ মন্ত্রীর অফিসে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ
আগামী দিনে আরও এই ধরনের ঘটনার সম্মুখীন হবেন তাঁরা। এগুলি যাঁরা করছেন তাঁরা তৃণমূল দলেরই লোক। নেতা মন্ত্রীদের দুর্নীতিতে তাঁরা এতটাই ক্ষেপে রয়েছেন যে এবার আস্তে আস্তে সবাই মুখ খুলতে শুরু করেছেন।

Howrah Municipal Corporation : প্রত্যেককে ১০ হাজার, হাওড়ার হকারদের জন্য বড় সিদ্ধান্ত পুরসভার
এভাবে কত জায়গায় রাগ বিক্ষোভকে সামাল দেবেন তৃণমূল নেতারা! শুধু হাওড়া না, রাজ্যের জায়গায় জায়গায় এবার এই ধরনের ঘটনা দেখা দেবে”। প্রসঙ্গত, তোলাবাজির অভিযোগে আগেই বিদ্ধ হয়েছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

যা নিয়ে গতমাসের শেষ রবিবার পথে নেমেছিল BJP। এর আগে তোলাবাজির অভিযোগে মনোজ ঘনিষ্ঠদের বিরুদ্ধে সরব হয়েছিলেন এক ব্যবসায়ী। বিষয়টি সামনে আসতেই জল ধীরে ধীরে ঘোলা হতে শুরু করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *