Modi Shah Nadda : বঙ্গে জুনেই হয়তো মোদী, শাহ-নাড্ডাও – bjp three top leaders narendra modi amit shah and jagat prakash nadda may hold separate rallies in bengal in june


এই সময়: সব কিছু ঠিকঠাক থাকলে জুনেই বিজেপির তিন শীর্ষ নেতা–নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জগৎপ্রকাশ নাড্ডা আলাদা আলাদা জনসভা করতে পারেন বাংলায়। বুধবার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে সভাস্থল এবং সভাগুলির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেও অবশ্য জানিয়েছেন তিনি।

Bengal BJP : বামেদেরও নিশানা করার নিদান এবার বিজেপি নেতৃত্বের
সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, মোদী দক্ষিণবঙ্গে, শাহ রাঢ়বঙ্গে এবং নাড্ডা উত্তরবঙ্গে জনসভা করবেন। ন’বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যের কথা প্রচারের জন্যে দেশজুড়ে ৫১টি জনসভা করবে বিজেপি। তার মধ্যে তিনটি জনসভা হবে বাংলায়। খাতায়-কলমে কেন্দ্রীয় সরকারের গুণকীর্তন করাই সভাগুলির মুখ্য উদ্দেশ্য।

Narendra Modi : ‘দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব…’, সরকারের ৯ বছর পূর্তিতে আবেগঘন পোস্ট মোদীর
তবে বঙ্গ-বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত ভোটের আগে মোদী-শাহর সভাকে নির্বাচনী প্রচারেও ব্যবহার করতে চাইছেন। বিজেপির এক নেতার কথায়, ‘জুন মাসে নরেন্দ্র মোদী রাজ্যে এসে কেন্দ্রীয় সরকারের সাফল্যের কথা যেমন বলবেন, তেমনই কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য সরকার কী ভাবে নয়ছয় করেছে, সে কথাও নিশ্চয়ই বলবেন। তাতেই পঞ্চায়েত ভোটের প্রচার হয়ে যাবে।’

Suvendu Adhikari : নবান্নে কেন বৈঠক, শুভেন্দুর প্রশ্নের কড়া জবাব তৃণমূলের
শুধু দলের এই তিন শীর্ষ নেতাই নন, চলতি মাসে একগুচ্ছ কেন্দ্রীয় নেতা-মন্ত্রী রাজ্যে আসবেন একই উদ্দেশ্যে। সুকান্ত সাংবাদিক বৈঠকে জানান, উত্তরবঙ্গের জেলাগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রচারে আসবেন সর্বানন্দ সোনোয়াল, সুশীল মোদীর মতো নেতারা। ভারত সরকারের ঢাক পেটাতে রাজ্যে আসার কথা ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীদেরও। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘শুধু কেন্দ্রীয় নেতারাই নন, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি জনসভা করবেন বাংলার নেতারা।’ আগামী ২১ থেকে ৩০ জুন মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে ‘বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ’ কর্মসূচিও পালন করবে বিজেপি।

Sukanta Majumdar : কাটআউটে ‘নিউ লুক’ পেতে ফটোশুটে সুকান্ত
জুন মাস জুড়ে বিজেপির এই রাজনৈতিক তৎপরতাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘ভালোই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডারা একই মাসে রাজ্যে আসছেন। ওঁরা বরং এখানেই বাড়ি ভাড়া করে থেকে যান ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত। বিধানসভা ভোটের আগে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করতে ওঁদের অনেক পরিশ্রম হয়েছে। এ বার থেকেই যান বাংলায়। লোকসভায় হেরে তার পর না হয় দিল্লি ফিরবেন!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *