Murshidabad Accident : মর্মান্তিক! মুর্শিদাবাদে পৃথক দুটি পথ দুর্ঘটনায় দুই মহিলা সহ মৃত ৪


Road Accident : একই দিনে দুটি পৃথক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদ জেলা। বুধবার রাতে সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ছামুগ্রাম এলাকায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্কুটারে করে যাওয়ার পথেই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলা সহ তিনজনের। মৃতদের নাম সোম মণ্ডল (২৮), বিথীকা মণ্ডল (৪৩) এবং সঞ্চিতা মণ্ডল (৩৬)। দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।

Kolaghat Road Accident : দ্রুত গতিতে থাকা বাসের টায়ার ফেটে ভয়ানক দুর্ঘটনা! কোলাঘাটে দুমড়ে-মুচড়ে গেল ৫টি গাড়ি
স্থানীয় এক বাসিন্দা জানান, “এই এলাকায় লরিগুলির জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বা প্রশাসনের বিন্দুমাত্র হুঁশ নেই এই বিষয়ে। তাঁদের উচিৎ লরিগুলিতে নিয়ন্ত্রন করা। বেপরোয়াভাবে যাতায়াত করে লরিগুলি। আজ এই কারণেই তিনটি তাজা প্রাণ অকালে চলে গেল।

একটি পরিবার শেষ হয়ে গেল। প্রশাসনকেই এর দায় নিতে হবে”। অপরদিকে ফরাক্কায় একটি যাত্রীবাহী বেসরকারি বাস দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। গভীর রাতে যাত্রীবাহী বেসরকারি নাইট সার্ভিস বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় চালকের। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

National Highway : পিকআপ ভ্যান উলটে জাতীয় সড়কে লাফাচ্ছে শয়ে শয়ে জিওল মাছ! দেখুন ভিডিয়ো
বুধবার রাত দেড়টা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। ফরাক্কা থানার এনটিপিসি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত চালকের নাম সমর চৌধুরী (৩৬)। তার বাড়ি মালদা জেলায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ।

Birbhum Accident : মল্লারপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, প্রতিবাদে অবরোধ-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রামবাসীদের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে কলকাতার দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল একটি যাত্রীবাহী বেসরকারি নাইট সার্ভিস বাস। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ফরাক্কা যাওয়ার আগেই যানজটের সন্দেহে এনটিপিসি থেকেই বিপরীত লেনে চলে যায় বাসটি। তখনই কার্যত ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাস চালকের। জখম হন আরও বেশ কয়েকজন। জখমদের তড়িঘড়ি ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। যদিও বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই পুলিশ তৎপরতা সঙ্গে যানজট নিয়ন্ত্রণে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *