Shaktigarh Accident : তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে হুগলির দম্পতি, স্ত্রীকে পিষে দিল ট্রাক – couple from hooghly meet an accident at shaktigarh


তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে এক দম্পতি। শক্তিগড়ে কাছে পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ঘটনায় মৃত স্ত্রী, আহত স্বামী।মৃতের নাম লিপিকা হাজরা(৪৮)। আহত মহানন্দ হাজরা(৫২)। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দুর্ঘটনার খবরে দম্পতি পরিবারের শোকের আবহ।

Hooghly TMC : &amp#39;সব জেলাকে ছাপিয়ে যাবে!&amp#39; হুগলিতে অভিষেকের নবজোয়ারে জনপ্লাবনের ভবিষ্যতবাণী মন্ত্রী বেচারামের
গতকাল বুধবার ভোরে বাইক নিয়ে তারাপিঠে পুজো দিতে গিয়েছিলেন পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গোটু গ্রামের হাজরা দম্পতি। দুপুর বারোটা নাগাদ তারাপিঠ পৌঁছে পুজো দেন। খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে বাড়ির জন্য রওনা হন। পথে বৃষ্টি হওয়ায় কিছুটা দাঁড়িয়ে আবার বৃষ্টি থামলে বাইক চালিয়ে ফিরতে থাকেন।
পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে দুজনে চা খেয়ে বাইক চালু করে রাস্তায় উঠতেই পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের। ডানদিকে রাস্তায় পরে যান লিপিকা। তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক। বিপরীত দিকে পরে আহত হন মহানন্দ। লিপিকার ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ।

Hooghly News : &amp#39;কেউ আইনের উর্ধ্বে নয়…&amp#39;, শুভেন্দুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের তৃণমূল বিধায়কের
তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন শক্তিগড়ে পৌঁছয়। আজ সকালে বাড়ি ফেরেন আহত। মহানন্দ হাজরা নিজে গান, যাত্রা অভিনয় করেন। তার স্ত্রীও ভালো গান করতেন। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির এক মেয়ে এক ছেলে। মেয়েকেও গান শিখিয়েছেন। ভালো করে তালিম দিয়ে মেয়েকে গাইয়ে করার ইচ্ছা ছিল দম্পতির। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটু গ্রামে। ট্রাকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা হয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Hooghly Trinamool Congress News : অভিষেকের সফরের আগেই গোষ্ঠী সংঘর্ষ আরামবাগে, আহত ১ তৃণমূল কর্মী
গত জানুয়ারি মাসেই হুগলি জেলার পোলবা দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। বিশ্বনাথ পাল (৫৫) নামের এক প্রৌঢ়ের মৃত্যু হয়। জানা যায়, স্থানীয় পাইকারি বাজারে সাইকেল করে সিম বিক্রি করতে গিয়েছিলেন প্রৌঢ়। সেই সময় পেছন থেকে একটি লরি এসে তাঁকে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Hooghly News : গানকে সঙ্গী করে টোটো ছুটিয়ে ভাইরাল অরূপ

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতেদহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একাধিক বার হুগলি জাতীয় সড়কে দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের আরও নজরদারি বাড়ানো উচিত বলে জানান স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *