Siliguri Bus Stand : পুজোর আগেই সুখবর! NJP স্টেশনের কাছেই তৈরি হচ্ছে নতুন বাসস্ট্যান্ড – new bus stand from five minute distance of new jalpaiguri station will open before puja


পুজোর আগেই শহরে তৈরি হচ্ছে নতুন বাসস্ট্যাণ্ড। শিলিগুড়িতে নতুন বাসস্ট্যাণ্ড তৈরি হয়ে গেলে সুবিধা হবে পর্যটকদের। এনজেপি থেকে মিনিট পাঁচেকের মধ্যেই নতুন বাসস্ট্যাণ্ডে পৌঁছে যাওয়া যাবে। এরপর সেখান থেকে বিভিন্ন রুটের বাস ধরতে পারবেন পর্যটক ও যাত্রীরা। এমনকি আগামীতে বাসস্ট্যাণ্ডের পর্যটক ও যাত্রীদের জন্য রাত্রিবাসের ব্যবস্থাও থাকবে।

Siliguri To Darjeeling Car : শিলিগুড়ি-দার্জিলিঙে ২ দিন বন্ধ গাড়ি চলাচল? &amp#39;ভুয়ো খবর&amp#39; দাবি পুলিশ-চালক সংগঠনের
শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের কাছে নতুন বাসস্ট্যাণ্ডটি তৈরি হচ্ছে। যেখানে শহরের বেসরকারি লোকাল বাসস্ট্যাণ্ডটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়াও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেশকিছু রুটের বাস নতুন বাসস্ট্যাণ্ড থেকে চলাচল করবে। পুজোর আগেই প্রথম পর্যায়ে বাস চলাচল শুরু করানো হবে। পরবর্তীতে ধাপে ধাপে সেখানে কাজ হবে।

Siliguri News : শিলিগুড়িতে অ্যাম্বুল্যান্সের ভেতর শায়িত কফিন, খুলতেই বেরিয়ে এল…
এখন শিলিগুড়ি কোর্টমোড় এলাকা থেকে লোকাল বেসরকারি বাসগুলি চলাচল করে। সেখান থেকে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি, ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির বাসও চলাচল করে। এর ফলে বাসগুলি শহরের মধ্যে দিয়ে চলাচল করায় বহুদিন ধরেই যানজট হচ্ছে শহরে। যে কারণে বাসস্ট্যান্ডটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা বহুদিন।

Siliguri Bus: পর্যটকদের জন্য সুখবর, শিলিগুড়ির একাধিক নয়া রুটে বাস চালানোর সিদ্ধান্ত
অন্যদিকে তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ডেও যেভাবে যাত্রী চাহিদা বাড়ছে তাতে সমস্ত বাস চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। যে কারণে তিনবাত্তি মোড়ের কাছে এনবিএসটিসি এর জমিতে নতুন বাসস্ট্যান্ড তৈরি হচ্ছে। এনবিএসটিসি এর তরফে ২.৪ একর জমি পুরনিগমকে দেওয়া হয়েছে।
রাজ্য পরিবহন দফতরের তরফে প্রথম পর্যায়ের কাজের জন্য ১ কোটি ২৮ লাখ টাকা দেওয়া হয়েছে। সেই টাকায় কাজ শুরু করেছে পুরনিগমে। ২৩ টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, নতুন বাসস্ট্যাণ্ডটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামীতে এনজেপি স্টেশনে নেমে যাত্রীদের বাসের জন্য দূরে যেতে হবে না।

জয়গাঁওতে চালু NBSTC পরিষেবা

এছাড়াও নতুন ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। মেয়র গৌতম দেব জানান, বেসরকারি ও সরকারি বাস চলাচল করবে। এছাড়াও মাটিগাড়ায় একটি আর্ন্তজাতিক মানের বাসস্ট্যাণ্ড তৈরির পরিকল্পনা রয়েছে।
গত ফেব্রুয়ারিতে বাসস্ট্যান্ডের ঠিকানা বদলের সিদ্ধান্ত নেয় পুরসভা। শিলিগুড়ি জংশন থেকে বাস স্ট্যান্ড সরানোর চিন্তা ভাবনা ছিল বহুদিনের কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। গত ফেব্রুয়ারি মাসেই পুলিশ, পরিবহণ দফতর ও প্রশাসনিক আধিকারিক ও পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র গৌতম দেব। সেখানেই তিনবাত্তি মোড়ে নতুন এই বাস স্ট্যান্ডের পরিকল্পনা নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *