Siliguri To Darjeeling Car : শিলিগুড়ি-দার্জিলিঙে ২ দিন বন্ধ গাড়ি চলাচল? ‘ভুয়ো খবর’ দাবি পুলিশ-চালক সংগঠনের – police driver association claims as fake news siliguri darjeeling traffic closed for 2 days


Siliguri Tourism : পাহাড়ে এখন পর্যটকদের ঢল। ভরা মরশুম। সমতলের তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে প্রচুর মানুষ ভিড় করছেন দার্জিলিঙ, কালিম্পঙ, সিকিমে। আর এরই মাঝে এই মোবাইল বার্তা বড়ই দুশ্চিন্তায় ফেলেছে পর্যটকদের। ‘শিলিগুড়ি দার্জিলিঙ রুটে বন্ধ থাকবে গাড়ি চলাচল। ২রা ও ৩রা জুন গাড়ি চলাচল বন্ধ থাকবে’, এমনই একটি বার্তা মোবাইলে মোবাইলে ঘুরছে। যা ছড়িয়ে পড়তেই হঠাৎ চিন্তায় পড়ে গিয়েছেন পর্যটকেরা। বিশেষ করে আগামী দুদিন যারা দার্জিলিঙ যাওয়ার জন্য হোটেল বুকিং করে রেখেছিলেন। হঠাৎ করে এই বার্তা মোবাইলে যেতেই ফোনাফোনি শুরু হয়ে গিয়েছে। দু’দিন ধরেই প্রচুর ট্যুর অপারেটর ও গাড়ি চালকদের কাছে দূর দূরান্ত থেকে পর্যটকেরা ফোন করছেন।

Darjeeling Tourism : দার্জিলিঙে পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ পুলিশের, QR Code স্ক্যানে কী কী সুবিধা জানুন
জানতে চাইছেন আসল ঘটনা কি। কিন্তু গাড়ি বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানাচ্ছেন পাহাড়ের গাড়ি চালকেরা। অন্যদিকে যেভাবে হোয়াটস অ্যাপে ভুয়ো বার্তা ছড়াচ্ছে তাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন গাড়ি চালকেরা। প্রধাননগর থানায় তরাই চালক সংগঠনের তরফে একটি অভিযোগও জানানো হয়েছে।

Gangtok Weather : চড়া রোদ-প্যাচপ্যাচে ঘাম, ঠান্ডা গায়েব হয়ে গ্যাংটকে গন্ডোগোল!
সংগঠনের তরফে পুলিশকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ এভাবে গাড়ি বনধ বলে খবর ছড়াচ্ছে। এর সঙ্গে সংগঠনের কোনও যোগ নেই। তরাই চালক সংগঠনের কর্মকর্তা মেহবুব খান এই বিষয়ে জানান, “দুদিন ধরেই প্রচুর মানুষের ফোন আসছে মোবাইলে। অনেকেই বলছেন যে ২রা ও ৩রা জুন গাড়ি বনধ। কিন্তু এমন কিছু নেই।

Ladakh Snowfall: প্রবল তুষারপাতে বরফে ঢাকল লাদাখ, উদ্ধার শতাধিক পর্যটক
আমরা কেউ বনধ ডাকিনি। এমন কোনও সিদ্ধান্তও হয়নি। কেউ বা কারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বনধের কথা ছড়িয়েছে। এটা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছি আমরা”। এদিকে হোটেল ও ট্যুর অপারেটরদের তরফেও পর্যটকদের জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও গাড়ি বনধ নেই। স্বাভাবিক থাকবে যান চলাচল।

Siliguri Bus: পর্যটকদের জন্য সুখবর, শিলিগুড়ির একাধিক নয়া রুটে বাস চালানোর সিদ্ধান্ত
আর একথা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন পাহাড়ে এই মুহূর্তে থাকা পর্যটকরা ও যারা পাহাড় যাওয়ার চিন্তাভাবনা করছেন তাঁরা। ভ্রমণপ্রিয় বাঙালির একটা বড় অংশের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরবঙ্গ। বাংলার এই প্রান্তে একগুচ্ছ এমন নজরকাড়া-অপূর্ব পর্যটনকেন্দ্র রয়েছে, যেখানে একবার গেলে মনে হবে ফিরে যাই বারবার।

আর এই বছরের গরমের মরশুমে পর্যটকদের মারাত্মক ঢল নেমেছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিঙয়ে। কিন্তু পর্যটকদের মতে, ভরা মরশুমের মাঝে যদি কেউ এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে দেন, তাহলে আতঙ্কের মধ্যেই থাকতে হয় বৈকি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *